বই চোরাগলি -লেখকঃ মোহিত কামাল
ইদ মোবারক সকলকে। সচেতনভাবে স্বাস্থ্যবিধি মেনে ইদ উদযাপন করুন সকলে।
‘লুইপা’র কালসাপ’ উপন্যাসে শোভন স্বাতীর সাথে প্রেমিকসুলভ আচরণ করেনি বলেই মনে পড়ছে। উপন্যাসটা গত বছর পড়েছিলাম।
আজ ইদকে সামনে রেখে গতকাল শুরু করবার ইচ্ছে ছিল Mohit Kamal স্যারের ‘মরুঝড়’। ভেবে রেখেছিলাম প্রবাসজীবনের ইদ লিখিত হয়েছে হয়তো। ওটা পড়া গেলে খারাপ হতো না। কিন্তু আরেকটু ছিপছিপে পেয়ে ‘চোরাগলি’ ধরলাম।
পথভ্রষ্ট মাদকসেবী প্রেমিকের কীর্তিকলাপ সম্পর্কে নিজে থেকে খোঁজ নিতে এসে পুলিশ হেফাজতে চলে গেছে ইথা। জিনাত আরার সাথে শিউলির মৌলিক পার্থক্য হচ্ছে সন্তানের সাথে সম্পর্কের প্রকৃতিগত বৈশিষ্ট্যে।
শিউলি স্বাতীর সাথে জেনারেশন গ্যাপের তাল মেলাতে ব্যর্থ। এদিকে জিনাত আরা ইথার প্রেম, আত্মসম্মানবোধ, ভালোমন্দ বিচারবোধের ক্ষমতা – সবকিছু নখদর্পণে রেখে পুলিশের চোখে চোখ রেখে কথা বলে নিরপরাধ ইথাকে মুক্ত করে নিয়ে যাচ্ছেন।
সন্তানের সুস্থ-সুন্দর সামাজিকীকরণে কোন্ ধরণের মাতৃহৃদয় জরুরি? এ প্রশ্নের উত্তর কিছুটা হয়তো এ তুলনামূলক পাঠে মিলছে।
বুক রিভিউয়ারঃ রেজওয়ান আহমেদ। ফেসবুক কর্নার।