সব
facebook apsnews24.com
রিভিউ বই : আওয়ামী লীগ উত্থান পর্ব ১৯৪৮-১৯৭০ - APSNews24.Com

রিভিউ বই : আওয়ামী লীগ উত্থান পর্ব ১৯৪৮-১৯৭০

রিভিউ বই : আওয়ামী লীগ উত্থান পর্ব ১৯৪৮-১৯৭০

রিভিউ
ছাত্রলীগ প্রতিষ্ঠা করার সময় মোহাম্মদ তোয়াহা ও অলি আহাদ ‘ মুসলিম ‘ শব্দটি সংগঠনের নামের সঙ্গে ব্যবহার করার বিরোধিতা করেছিলেন। অন্যদিকে শেখ মুজিবুর রহমান ‘ মুসলিম ‘ শব্দটি রাখার পক্ষে ছিলেন।তিনি মনে করেছিলেন ওই সময়ে এটা রাখা দরকার। তা না হলে মুসলিম লীগ সরকার তাঁদের বিরুদ্ধে অপপ্রচার চালাবে।
পৃষ্ঠা ২৯

জিন্নাহ : পাকিস্তান তো তুমি কোনো দিন চাওনি।সবসময় বিরোধিতা করে এসেছ।
হক : প্রস্তাবটি তো আমিই করেছিলাম।কিন্তু ওটার খতনা করা হয়েছে। এটা আমি চাইনি।
জিন্নাহ : পাকিস্তানের এই অংশ বেঁচে থাক তা তুমি চাও না। তাই ভারত থেকে কংগ্রেসের কাছ থেকে টাকা এনে ছাত্রদের মাথা খারাপ করে দিয়েছে। তারা আমাকে হেস্তনেস্ত করছে।
হক : আমি এখানে কোনো রাজনীতি করি না।হাইকোর্টে শুধু মামলা নিয়ে চিন্তা করি। আইন আদালত নিয়ে থাকি।
জিন্নাহ : জানো তুমি কার সাথে কথা বলছ ?
হক : আমি আমার এক পুরানো বন্ধুর সঙ্গে কথা বলছি।
জিন্নাহ : নো নো ইউ আর টকিং উইথ দ্য গভর্নর জেনারেল অব পাকিস্তান।
হক : একজন কনস্টিটিউশনাল গভর্নর জেনারেলের কতটুকু ক্ষমতা তা আমি জানি।
জিন্নাহ : জানো তোমাকে আমি কি করতে পারি?
হক : ডান হাতের বুড়ো আঙ্গুল দেখিয়ে তুমি আমার এ্যাই করতে পারো। মি. জিন্নাহ ভুলে যাওয়া উচিত নয় যে এটে বাংলাদেশ এবং তুমি রয়েল বেঙগল টাইগারের সঙ্গে কথা বলছ।
পৃষ্ঠা ৩৫

বাংলাদেশে বিভিন্ন সময়ে দেশের জনগণের প্রয়োজনে বিভিন্ন রাজনৈতিক দল তৈরি হয়েছে। তারমধ্যে অন্যতম হচ্ছে আওয়ামীলীগ। দলটির বিভিন্ন সময়ের বিস্তারিত বর্ননা তুলে ধরা হয়েছে। আওয়ামীলীগ এর জন্ম নিয়ে লিখতে গিয়ে দেশভাগের আগের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা তুলে ধরেছেন। ওই সময়ের রাজনৈতিক দল মুসলিম কাহিনীও তুলে ধরেছেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে যুবসমাজের মধ্যে যে পরিবর্তন হয়েছে তার বর্ণনা করেছেন। কিভাবে মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়,কারা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন,কি কি প্রতিকূলতার মধ্যে পরতে হয়েছে তার বর্ননা, ছাত্রলীগের বর্ননা, ভাষা আন্দোলনের ঘটনাবলী উঠে এসেছে,কিভাবে আওয়ামী মুসলিম লীগ নামটি পরিবর্তন হয়ে আওয়ামী লীগে পরিবর্তন হয়।

ফজলুল হক,ভাসানি,সোহরাওয়ার্দী, অলি আহাদ, খোন্দকার মুশতাক,তাজউদ্দীন আহমেদ, আবুল মনসুর আহমেদ ,ওনাদের কথা ঘটনা সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য উঠে এসেছে।১৯৫৪ সালের নির্বাচন, ২১ দফা, যুক্তফ্রন্টের সরকার, পূর্ব বাংলা থেকে পূর্ব পাকিস্তানে নাম পরিবর্তন হওয়া, সামরিক সরকার আসা, শেখ মুজিব মন্ত্রীত্ব ছেড়ে দলের সাধারণ সম্পাদক হওয়া। আইয়ুব খান ক্ষমতা দখল করা, বেসিক ডেমোক্রেসি , শিক্ষা নীতি,১৯৬২ সালের সংবিধান, আওয়ামী লীগের কাউন্সিল, এই ২৪ বছরে আওয়ামী লীগে ৩ বার ভাঙ্গনের মুখোমুখি হয়। ৬৫ সালের ভারত পাকিস্তান যুদ্ধ ,ছয় দফা, আগরতলা মামলা, জয় বাংলা শব্দ ব্যবহার, শেখ মুজিবের দীর্ঘমেয়াদী জেলখানায় বন্দি , দলকে সংগঠিত করতে শেখ মুজিব দেশের বিভিন্ন প্রান্তে সাংগঠনিক সফর করা, দলের অন্তর্দ্বন্দ্ব, ইয়াহিয়ার ক্ষমতা দখল, অন্তর্বর্তীকালীন সংবিধান তৈরি, ১৯৭০ এর নির্বাচন, নির্বাচনী মেনিফেস্টোর উল্লেখযোগ্য অংশ, ৭০ এর প্রলয়ংকারি ঘূর্ণিঝড়, আওয়ামী লীগের ভূমিধস বিজয়, ইয়াহিয়ার সাথে নির্বাচন পরবর্তী আলোচনা , পাকিস্তান সামরিক সরকারের সময় আওয়ামীলীগ এর ভূমিকা, আওয়ামী লীগের কাউন্সিল, নেতা নির্বাচন, সাংগঠনিক সফরের সমস্যা ও সমাধান, ছয়দফা,শেখ মুজিবের নেতা হওয়ার বর্ননা। এক মলাটে আওয়ামীলীগ এর তথ্যভিত্তিক তথ্য পাবেন। লেখক প্রচুর রেফারেন্স সংযোজন করেছেন বইটিকে প্রামাণ্য দলিল হিসাবে উপযোগী করার জন্য।
পরিশিষ্ট গুলো হলো
১।১৯৪৬ সালের নির্বাচনে মুসলিম লীগের অবস্থান
২।যুক্তফ্রন্টের ২১ দফা কর্মসূচি
৩।জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচন ১৯৬৫
৪।ছয় দফা
৫।পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব
৬।পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা ব্যয়
৭।পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচন ১৯৭০
৮।পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচন ১৯৭০
৯।আওয়ামী লীগের জন্ম ও বিবর্তন

যাদের সাক্ষাৎকারে বইটির তথ্য আরো সমৃদ্ধ হয়েছে
১।আ স ম আবদুর রব, সাবেক সাধারণ সম্পাদক ,ছাত্রলীগ
২।আনিসুজ্জামান, অধ্যাপক
৩।আবদুল করিম,ছাত্রলীগের সাবেক সংগঠক
৪।আবদুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক,ছাত্রলীগ
৫।আমানউল্লাহ, সাংবাদিক
৬।আরিফ মঈনুদ্দীন,ইতিহাসের সহকারী অধ্যাপক
৭।আসাদ রহমান
৮।এস এম ইউসুফ, সাবেক সহসভাপতি, ছাত্রলীগ
৯।কোহিনূর হোসেন,
১০।কামালউদ্দিন আহমেদ
১১।কামাল আহমেদ, কানাডা প্রবাসী
১২।নুরুল ইসলাম তালুকদার, আইনজীবী
১৩।বেগম জাহানারা খান,ইয়ার মোহাম্মদ খান এর স্ত্রী
১৪।মতিউর রহমান, সদস্য, কমিউনিস্ট পার্টি
১৫।মাহফুজ উল্লাহ,সাংবাদিক, সাপ্তাহিক বিচিত্রা
১৬।মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি, কমিউনিস্ট পার্টি
১৭।মোস্তাক আহমেদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা
১৮।রেজাউল হক চৌধুরী মুশতাক,সাবেক দপ্তর সম্পাদক,ছাত্রলীগ
১৯।শাহ মোয়াজ্জেম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি,ছাত্রলীগ
২০।সাইদুর রহমান, বঙ্গবন্ধুর আস্থাশীল
২১।সিরাজুল আলম খান,সাবেক সাধারণ সম্পাদক,মুজিব বাহিনীর অন্যতম সংগঠক,জাসদের প্রতিষ্ঠাতা।

লেখকের পরিচিত
মহিউদ্দীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র ছিলেন, জাসদ ছাত্রলীগ করতেন। এখন সাংবাদিকতা করেন ।অনেক বইয়ের রচয়িতা।

আপনার মতামত লিখুন :

রিভিউ বই : আওয়ামী লীগ উত্থান পর্ব ১৯৪৮-১৯৭০

রিভিউ বই : আওয়ামী লীগ উত্থান পর্ব ১৯৪৮-১৯৭০

লজ্জাঃ উধোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানো।

লজ্জাঃ উধোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানো।

বুক রিভিউ বই:দিবারাত্রির কাব্য

বুক রিভিউ বই:দিবারাত্রির কাব্য

বুক রিভিউ: ‘মরণ বিলাস’। রচয়িতা আহমদ ছফা।

বুক রিভিউ: ‘মরণ বিলাস’। রচয়িতা আহমদ ছফা।

বই পাঠ পর্যালোচনা: বিশ্বাসঘাতক, নারায়ণ সান্যাল এর উপন্যাস

বই পাঠ পর্যালোচনা: বিশ্বাসঘাতক, নারায়ণ সান্যাল এর উপন্যাস

আমার আর কোথাও যাওয়ার নেই -সাদাত হোসাইন

আমার আর কোথাও যাওয়ার নেই -সাদাত হোসাইন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj