এপিএস বুকরিভিউ
বইঃ রাহে বেলায়াত (আল্লাহর নৈকট্য অর্জনের পথ ও রাসূলের সা. যিকির-অজিফা)
ধরণ: ইসলাম ধর্মের আধ্যাত্মিক দিক
লেখকঃ ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)
প্রকাশনী: আস সুন্নাহ পাবলিকেশন্স
পৃষ্ঠা: ৬৫৬
মূল্য: ৪২০ টাকা
রাহে বেলায়াত মানে আল্লাহর ওলী হওয়ার পথ। বইটিতে আল্লাহর ওলী হওয়ায় সুন্নত পথটিই বাতলে দেয়ার চেস্টা করেছেন লেখক। ইসলামের আধ্যাত্মিক দিকটিই বইটির উপজীব্য। আমরা আমাদের শারীরিক সুস্থতার ব্যাপারে বেশ সচেতন। কিনতু আমাদের মানসিক ও আধ্যাত্মিক স্বাস্থ্যের ব্যাপারে বড়ই বেখবর। ফলে সুস্থ, সুখী ও পরিতৃপ্ত জীবন আজীবনই আমাদের অধরা থেকে যায়। আধ্যাত্মিক ও মানসিক সুস্থতা, ইহ-পরকালীন উন্নতি ও সুখী জীবনের জন্য বইটিতে মূল্যবান পাথেয় রয়েছে। আল্লার ওলী হওয়ার উপায় নিয়ে আমাদের অনেক ভুল ধারণা রয়েছে। যেমন: অলিরা সমাজ সংসার ছেড়ে নির্জনে বসবাস করেন। তাঁদের জাহেরী ইবাদত অর্থাৎ সালাত, সাওম আদায় করতে হয় না। একমাত্র অলীরাই কারামত অর্থাৎ অলৌকিক ঘটনা ঘটাতে পারেন ইত্যাদি। লেখক দেখিয়েছেন কিভাবে খারাপ জীন অর্থাৎ শয়তানের সাহায্য নিয়ে কিছু অসৎ লোক অলৌকিক ঘটনা ঘটিয়ে, মানুষের গোপন কথা বলে দিয়ে সমাজে ওলী সেজে থাকেন। কিভাবে জিনের আসর থেকে কুফরী কালামের মাধ্যমে মানুষকে সুস্থ করেন ফলে অজান্তেই মানুষ ঈমান হারায়। আল্লাহর ওলী হওয়ার পথে লেখক আটটি পর্যায় দেখিয়েছেন: ১. শিরকমুক্ত ঈমান।
২. হালাল উপার্জন।
৩. বান্দার হক সংস্লিষ্ট হারাম বর্জন।
৪. হারাম বর্জন।
৫. ফরজ ইবাদত পালন।
৬. মাকরূহ বর্জন ও সুন্নাতে মুয়াক্কাদা পালন।
৭. সৃষ্টির সেবা।
৮. সুন্নাত-নফল ইবাদাত ও আল্লাহর জিকর।
এক্ষেত্রে, আপনি প্রাথমিক পরীক্ষা পাশ না করে যেমন মাধ্যমিক বা মাস্টার্স পরীক্ষা পাশের আশা করতে পারেন না, তেমনি একটি পর্যায় বাদ দিয়ে অন্য পর্যায়ে উত্তীর্ণ হওয়ার আশা করতে পারেন না। অর্থাৎ, আপনি ফরজ বাদ দিয়ে নফল জিকির আজকার করে ওলী হওয়ার পথে হাঁটলে আপনার পথটি ভুল।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে সেই সঠিক পথের প্রতি ধাপের বিস্তারিত আলোচনা রয়েছে বইটিতে। রয়েছে আমাদের জীবনের বিভিন্ন দূঃখ, দুর্দশা, বলা মুসিবত, অসুখ বিসুখের কারণ ও সেগুলো থেকে মুক্তির উপায়। শয়তানের ওয়াসওয়াসায় কিভাবে আমরা ভুল ইবাদত করে ইহ-পরকালীন দুর্দশা ডেকে নিয়ে আসি তারও আলোচনা রয়েছে বইটিতে। এই রমজানে বইটি পরে ফেলতে পারেন আপনিও।
রিভিউয়ারঃ হামিদুল ইসলাম সোহেল, লেখক ও ব্যাংকার ।