গ্রন্থের নামঃ* আরবি-আম রদ্বুল ক্বুলুবি ওয়া শিফাউহা
* ইংরেজি-Diseases of THE HEARTS &
THEIR CURES
*বাংলা- হৃদয়ের ব্যাধি ও প্রতিকার
গ্রন্থকারঃ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.
ইংরেজি অনুবাদক -আবু রুমাইসা
বাংলা অনুবাদক – মুহাম্মদ শামীম আখতার
প্রকাশনায়ঃ দারুস সালাম বাংলাদেশ
প্রথম প্রকাশঃ সেপ্টেম্বর, ২০১৮
হাদিয়াঃ ২২৫ টাকা মাত্র
পৃষ্ঠা সংখ্যাঃ ১৫৮
হৃদয়ের ব্যাধি ও প্রতিকার – একটি অনুবাদিত গ্রন্থ। মূল লেখক শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.। লেখকের নামের প্রথম অংশ থেকেই বুঝা যায় ‘ শাইখুল ইসলাম’ তথা ‘ ইসলামের শিক্ষক’। তাঁকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার মত কিছুই নেই। পাঠক মাত্রই জানেন যে কজন ব্যক্তির লিখনি দ্বারা ইসলামের কিছুটা হলেও খেদমত হয়েছে তাদের মধ্যে অন্যতম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.।
বইয়ের প্রথমেই মূল লেখক ইবনে তায়িমিয়া এর সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হয়েছে। এরপর তিনটি অধ্যায় ও দুটি সংযুক্তি সহকারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
বইটিতে ক্বলব বা আত্মার পরিচয়, আত্মার চাবি, আত্মার রোগ ও তার প্রতিকার, ক্বলব বা হৃদপিণ্ডের প্রকারভেদ, ক্বলবের অসুস্থতার বিভিন্ন বিষয় যেমন- হাসাদ ও ঈর্ষার নানারূপে মূল্যায়ন ইত্যাদি বিষয় এবং আত্মার বিভিন্ন রোগ হতে প্রতিকারের বিষয় খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে।
শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ. এর কিছু উক্তিঃ
১. যে ব্যক্তি চিরস্থায়ী সুখ লাভ করতে চায়, তাকে (আল্লাহর) গোলামি দৃঢ়ভাবে করতে দাও।
২. জ্ঞান অর্জন ছাড়া পথ প্রাপ্ত হওয়া যায় না এবং সবর বা ধৈর্য ব্যতীত সঠিক নির্দেশনা পাওয়া যায় না।
৩. গুনাহ ক্ষতিসাধন করে এবং তওবা গুনাহের কারণ দূর করে।
৪. গুনাহ হচ্ছে শিকল এবং তালার মতো যা গুনাহগারকে তাওহীদের বিশাল বাগানের
সুঘ্রাণ নেওয়া এবং ভালো কাজের সুমিষ্ট ফল থেকে বঞ্চিত করে। ইত্যাদি।
কুরাআন – হাদিস ও বিখ্যাত মনীষীদের বক্তব্যের আলোকে রচিত বইটি আমাদের প্রাত্যহিক জীবনে অবশ্যই কিছুটা হলেও আলোর পথ দেখাবে। সম্ভব হলে বইটি সংগ্রহ অবশ্যই পড়ে নিবেন।
আল্লাহপাক আমাদের সকলকে কুরাআন – হাদিসের আলোকে আমল করার তওফিক দান করুন। আমিন।
গ্রন্থ পর্যালোচনায়ঃ মোঃ নূরুল হক