গ্রন্থকারঃ মাওলানা আবু নিশাত বিন মোহাম্মদ আলী (মিশর)
সম্পাদনায়ঃ মুহাম্মদ মাহবুবর রহমান গাজী
পরিবেশকঃ মেধা পাবলিকেশন্স
প্রকাশনায়ঃ ছালেহিয়া লাইব্রেরী
প্রকাশকালঃ জানুয়ারী ২০০৯ ইং
হাদিয়াঃ ৪২০.০০ টাকা মাত্র
এটি একটি অনুবাদ গ্রন্থ। মূল লেখক মিশরীয়। ৩০ পারা কুরআনের চমৎকার কাহিনী একত্রে তুলে ধরেছেন লেখক এই বইতে। মূল বিষয়গুলো ঠিক রেখে প্রচলিত কথাগুলোকে যুক্তি খণ্ডন করে ক্ষেত্রবিশেষে রেফারেন্সসহ কিংবা রেফারেন্স ছাড়া খুব সংক্ষেপে সারসংক্ষেপ অত্যন্ত সুখপাঠ্য করে উপস্থাপন করেছেন লেখক।
প্রথমে আল কুরআনের পরিচয় দিয়ে বিভিন্ন তত্ত্ব ও মতবাদের সাথে তুলনামূলক আলোচনা করে ধীরে ধীরে মূল আলোচনার দিকে আলোকপাত করা হয়েছে। আদি মানব হযরত আদম (আ) থেকে শুরু করে ক্রমান্বয়ে আল কুরআনে বর্ণিত প্রধান প্রধান নবীদের কাহিনী খুব গোছালোভাবে যত্ন করে ফুটিয়ে তুলেছেন লেখক। মনে হবে বইটি এক ধরনের তাফসির গ্রন্থ। আল কুরআনের জীবন্ত সাক্ষাৎ পাওয়া যাবে এই বইতে – এখানেই লেখকের সার্থকতা। যতটুকু দরকার ঠিক ততটুকুর উজ্জ্বল উপস্থাপনা।
ক্রমে ক্রমে মানবজাতির সাথে শয়তান ইবলিসের ছলনাময় ও শত্রুতামূলক ভূমিকা বা পরিচয় প্রতিভাত হয়েছে বইটিতে। তাছাড়া জানা যাবে হযরত ইলিয়াস (আ) ও হযরত খিজির (আ) এর কিয়ামত পর্যন্ত জীবিত থাকার কাহিনী।
সর্বোপরি বইটির বিশাল অংশ জুড়ে শেষ নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) এর আলোচনাসহ বিভিন্ন কাহিনী ও মিরাজের ঘটনার বিশদ বর্ণনা রয়েছে বইটিতে। বইটি পাঠ করে ঈমানকে শাণিত করার কিছুটা হলেও রসদ ও স্বাদ পাওয়া যাবে নিঃসন্দেহে।
মহান আল্লাহপাক আমাদের সকলকে হেদায়াত দান করুন। আমিন।
রিভিউয়ারঃ নূরুল হক, সদস্য আইনী পাঠশালা গ্রুপ