সব
facebook apsnews24.com
বই - দ্য জেনারেল অভ দ্য ডেড আর্মি মূল- ইসমাঈল কাদারে - APSNews24.Com

বই – দ্য জেনারেল অভ দ্য ডেড আর্মি মূল- ইসমাঈল কাদারে

বই – দ্য জেনারেল অভ দ্য ডেড আর্মি   মূল- ইসমাঈল কাদারে

এপিএস বই পাঠ-পর্যালোচনা

রিভিউয়ারসাদিক আহমেদ

বই – দ্য জেনারেল অভ দ্য ডেড আর্মি
মূল- ইসমাঈল কাদারে (শতাব্দির সেরা ১০০ বইয়ের তালিকায় রয়েছে বইটি- লে মন্ড ফ্রান্সের জরিপে)

ষাটের দশকের মাঝামাঝি সময়ে একজন পাদ্রীকে সাথে নিয়ে ইতালিয়ান জেনারেল আলবেনিয়া আসেন। উদ্দ্যেশ্য – দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের দেহাবশেষ ফিরিয়ে নেয়া।

পাহাড়,গিরিখাত, বৃষ্টি,তুষারপাত আর স্থানীয়দের কটুক্তি,অপমান সহ্য করে সৈনিকদের দেহাবশেষ খোঁজার কাজ করছিলেন জেনারেল।জেনারেলের কাছে মিশনটা ছিল মহৎ ও পবিত্র মিশন,অন্যদিকে স্থানীয়দের নিকট ছিল পুরোনো শত্রুকে অপমান করার সুন্দর সুযোগ।

লাশ তুলে আনার সাথে সাথে জেনারেল তুলে আনেন ইতিহাস,ঐতিহ্য, বিরহ,শোক আর বীরত্বগাঁথা। এ অবস্থাতেই জেনারেল স্বপ্ন দেখেন যদি সেই যুদ্ধটা নতুন করে শুরু করা যেতো, তাহলে তিনি সেখান থেকে জয় ছিনিয়ে নিতেন।।

মৃতদের তুলে আনতে আনতে একসময় মৃতদের নিয়ে তৈরী করেন নতুন সেনাবাহিনীর দল।ছক আকতে থাকেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের হারের প্রতিশোধের। এভাবেই জেনারেল হয়ে যান “দ্য জেনারেল অভ দ্য ডেড আর্মি”। মৃত সৈন্যদের নিয়ে জেনারেল স্বপ্ন দেখেন নতুন করে বিশ্বজয়ের.. জড়িয়ে পড়েন অন্ধকার জগতে।

বইয়ের সুন্দরতম উক্তি- নিম্ন শ্রেণীর লোকেরা অপরাধ করার প্রবণতায় ভোগে কারণ অপরাধ করলে সে একটা তীব্র অনুভূতির চেতনায় আচ্ছন্ন হয়;যেটা আমরা পেয়ে থাকি শিল্প সাহিত্যের মাঝে।

পাঠক মন্তব্য- বইটি কয়েকঘন্টা আপনাকে যে উত্তম সঙ্গ দিবে তা আপনি খুব তাড়াতাড়ি ভুলতে পারবেন না।

বই রিভিউয়ার- সাদিক আহমেদ

প্রকাশনী -বইয়ের জাহাজ, পরিবেশক- চৈতন্য।
পৃষ্টা-২৭৬,মলাট মূল্য- ৩৫০

আপনার মতামত লিখুন :

রিভিউ বই : আওয়ামী লীগ উত্থান পর্ব ১৯৪৮-১৯৭০

রিভিউ বই : আওয়ামী লীগ উত্থান পর্ব ১৯৪৮-১৯৭০

লজ্জাঃ উধোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানো।

লজ্জাঃ উধোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানো।

বুক রিভিউ বই:দিবারাত্রির কাব্য

বুক রিভিউ বই:দিবারাত্রির কাব্য

বুক রিভিউ: ‘মরণ বিলাস’। রচয়িতা আহমদ ছফা।

বুক রিভিউ: ‘মরণ বিলাস’। রচয়িতা আহমদ ছফা।

বই পাঠ পর্যালোচনা: বিশ্বাসঘাতক, নারায়ণ সান্যাল এর উপন্যাস

বই পাঠ পর্যালোচনা: বিশ্বাসঘাতক, নারায়ণ সান্যাল এর উপন্যাস

আমার আর কোথাও যাওয়ার নেই -সাদাত হোসাইন

আমার আর কোথাও যাওয়ার নেই -সাদাত হোসাইন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj