এপিএস বই-পর্যালোচনা
সীরাতে ইবনে হিশাম
লেখকঃ ইবনে হিশাম
অনুবাদক: আকরাম ফারুক
প্রকাশনী: বাংলাদেশ ইসলামিক সেন্টার
পৃষ্ঠা: ৩৬৪
মূল্য: ২৫০ টাকা।
Pdf: https://www.pathagar.com/book/detail/640
রিভিউয়ারঃ হামিদুল ইসলাম সোহেল
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর প্রেরিত সর্বশেষ রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি জীবনী গ্রন্থ প্রায় ২০ বছর আগে পড়েছিলাম। যেহেতু একবার পড়াই ছিল তাই উনার জীবনী এতদিন আর পড়া হয়নি। পাঠশালায় এমাসে পাঠ্য হওয়ার পর আবার পড়লাম। পড়ে উপলব্ধি হলো, উনার জীবনী প্রতি বছরই একবার করে পড়া উচিৎ। এতে আমাদের ভুলো মনে উনার উত্তম আদর্শ সবসময় জাগরুক থাকবে। বিশ্বাস দৃঢ় হবে, আত্মা শক্তিশালী হবে। পাপ কাজ থেকে দূরে থাকার আধ্যাত্মিক শক্তি হাসিল হবে।
আমার পঠিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থগুলোর মধ্যে আলোচ্য গ্রন্থটিকে অধিক সংক্ষিপ্ত কিনতু সঠিক, নির্ভরযোগ্য ও কমপ্রিহেনসিভ মনে হয়েছে। অনুবাদের ভাষা সহজ, সাবলীল। প্রথম মানব হজরত আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বংশলতিকা থেকে শুরু করে ওফাত পর্যন্ত জীবনে মোটামুটি সব দিক আলোচিত হয়েছে।
আমাদের জীবনে দুনিয়া ও আখিরাতে কল্যাণ ও সাফল্যের জন্য তাঁর জীবনেই রয়েছে উত্তম আদর্শ। এজন্য উনার জীবনী বার বার অধ্যয়ন ও নিজ জীবনে অনুসরণ করার কোন বিকল্প নেই। উনার আদর্শের ছায়ায় আরব মরুভূমির একদল সভ্যতা বিবর্জিত জাতি পৃথিবীর সেরা সভ্য ও উন্নত জাতিতে পরিণত হয়েছিল। অন্যায়, অপরাধ, দারিদ্র, শোষণ, দুর্নীতি নেমে এসেছিল শূন্যের কোঠায়। একমাত্র তার জীবন ও আদর্শের পঠন ও বাস্তবায়নই আজকের পৃথিবীর অন্যায়, জুলুম, দুর্নীতি, শোষণ, দারিদ্রসহ সকল সমস্যার সমাধান দিতে পারে।
রিভিউয়ারঃ হামিদুল ইসলাম সোহেল, লেখক ও ব্যাংকার ।