নাহিদ শাহীন
আমাদের আদালত পাড়াঃ
সবচেয়ে ঘন লোক সমাগমস্থল আমাদের ঢাকা জজ কোর্ট পাড়া। এক সাথে একই সময়ে এতো হাজার লোক অন্য পেশা বা কর্মস্থলে উপস্থিত হয়না। আসে বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেনীর লোক এক সাথে, মিশেও যায় সবার সাথে সবাই দ্রুত। একটি কোর্টের ধারন ক্ষমতার চেয়ে পাঁচ গুন আইনজীবী ও মক্কেল একই সাথে জড়ো হয়, তাই আদালত পাড়ার নিরাপত্তা ও নিরাপদ অবস্থা সৃষ্টিতে আদালত বন্ধ ঘোষনা হওয়া জরুরি।
দেওয়ানী আদালত খুবই গুরুত্বপূর্ণ ও জরুরি শুনানি ব্যতিত অন্যান্য মোকদ্দমার তারিখ এমনিতেই বছরে দু’বার পড়ে। তাই দেওয়ানী আদালত সহজেই বন্ধ ঘোষণা হতে পারে। ফৌজদারি আদালতে প্রোডাকশন মামলা ও জামিন শুনানী একটি নির্দিষ্ট আদালতে রেখে সকল আদালত নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষনা হতে পারে।
শুনেছি ইতিমধ্যেই এ বিষয় নিয়ে মহামান্য হাইকোর্টে রিট করার প্রস্তুতি চলছে।
কাউকে ভয় পাইয়ে দেয়া নয়, সর্তকতা ও নিরাপদ জীবন ব্যবস্থায়ই যেখানে এই ভাইরাস প্রতিকার ও প্রতিরোধের মূল অবলম্বন সেখানে আমার মতামত ও পরামর্শ দু’টোই রাষ্ট্রকে অতি দ্রুত ভেবে দেখতে অনুরোধ করছি।
আমার সাথে সবাই একমত হবেন এমন নয়। আমি আমাকে নিয়ে ভীত নই তাও নয়, মানুষ হিসেবে ভয় থেকেই সর্তকতা, নিরাপদ ও নিরাপত্তার বিষয়টি চিন্তা চেতনায় কড়া নাড়ে। তাই সবার জীবন সুস্থ ও স্বাভাবিক ও সুন্দর থাকুক এই প্রত্যাশা করছি। সবার জন্য মহান আল্লাহ রয়েছেন, নিশ্চয় আল্লাহ আমাদের জন্য মঙ্গল ও সঠিক পথ দেখাবেন। তবে আদালত বন্ধে মহামান্য হাইকোট এ রীট দাখিল হওয়ায় এ বিষয়ে মাননীয় প্রধান বিচারপতি অবস্থা ও পরিস্থিতি বিবেচনায় সঠিক সিদ্ধান্ত নিবেন এই আশা রাখি।
“””””’
লেখকঃমোহাম্মদ নাহিদুল ইসলাম ( নাহিদ শাহীন), আইনজীবী, ঢাকা জজ কোর্ট, ঢাকা।