বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভায় বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন আইনের শাসন। আইনের শাসন প্রতিষ্ঠায় প্রয়োজন জাতীয় ঐক্য। সোমবার (১ মার্চ) নয়াপল্টনে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবীণ রাজনিতিক এনামুজ্জামান চৌধুরী, আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান, সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম সেকুল, সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন, স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. জুয়েল মুন্সী সুমন, অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান দুলাল, মো. আলমগীর কবির, মো. কামরুল খাঁন, অ্যাডভোকেট মারুফা খাতুন, ঢাবির সাবেক শিক্ষার্থী মিনারা জামান, কুমিল্লা জেলা সভাপতি পারভেজ হোসেন বাবু, আর কে রিপন, গোলাম ফারুক মজনু, খালেদা ফেরদৌস সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, দেশে আইনের শাসন নিশ্চিত করা সবচেয়ে বড় মানবাধিকার। আইনের শাসন প্রতিষ্ঠা করতে সামাজিক সচেতনা বৃদ্ধি করতে হবে। যেখানেই মানবাধিকার লঙ্ঘন সেখানেই আমাদের সোচ্চার হতে হবে। তিনি বলেন, যেখানেই মানবাধিকার লঙ্ঘন হোক আমাদেরকে কথা বলতে হবে। দেশের গণতন্ত্র, আইনের শাসন, ভোটাধিকার-সহ নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ভূমিকা পালণ করতে হবে।
সকল শ্রেণি-পেশার মানুষের মানবাধিকার নিশ্চিত করতে সরকার ও রাষ্ট্রকে চাপ প্রয়োগ করতে হবে। এছাড়াও কুষ্টিয়া, বগুড়া, ফরিদপুর, যশোর, খুলনা, চাঁদপুর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, হবিগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বরিশাল, বরগুনা সহ বিভিন্ন জেলা, মহানগর ও উপজেলায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।