দাম হাঁকিয়ে বিয়ে করার কি দরকার! গরীব অসহায় মেয়েদের পাশে দাঁড়ান। যার শখ আহলাদ আপনার নাগালের মধ্যে থাকবে।
বর্তমান সময়ের অন্যতম জঘন্য সমস্যার নাম সাংসারিক অশান্তি, রেষারেষি, অতঃপর বিবাহ বিচ্ছেদ। সব কারণের কিছু অকারণ থাকে যা পরবর্তী পরিবেশ ঘোলাটে করে দেয়। বিষদ বর্ণনা অল্প কথায় ইতি টানার চেষ্টা করবো ইনশাল্লাহ।
বর্তমান সময়ে পুরুষ জব্দ করার মোক্ষম হাতিয়ার হিসেবে বিবাহের সময় মাত্রাতিরিক্ত দেনমোহর চাপিয়ে দেওয়া হচ্ছে যা কোন পুরুষ তার জীবদ্দশায় পরিশোধ করেনা বা করতে পারেনা। এজন্য অনেকে এটাকে নারীপক্ষে যৌতুক দাবীর সাথে তুলনা করে থাকেন যা খুবই অযৌক্তিক কথা। দেনমোহর হলো মহান আল্লাহ নির্দেশিত বিধান অনুযায়ী নারীদের প্রাপ্য অধিকার যা বিবাহের আগে অথবা পরে ছেলেটির অবস্থা বিবেচনা করে নির্ধারণ করতে হয়। কিন্তু এটাকে অনেকে মেয়ের ভবিষ্যৎ সিকিউরিটি হিসেবে অধিক পরিমাণ ধার্য করেন। ফলে দাম্পত্য কলহ দেখা দিলে স্বামীকে আসামী বানিয়ে ঠুকে দেওয়া হয় অপরিশোধিত দেনমোহরের মামলা। এবার আর যায় কোথায়! আবেগে ধার্যকৃত ২০ লক্ষ টাকা পরিশোধ না করা পর্যন্ত স্বামীর অবস্থান চৌদ্দশিকের অন্তরায়। বলে রাখা ভাল, মেয়েটি যদি অযথা ছেলেটিকে তালাক দিয়েও দেনমোহরের মামলা করেন তবু সম্পূর্ণ দেনমোহর পরিশোধ করতে বাধ্য থাকবে।
এবার সমাধানের কথায় আসি। দাম হাঁকিয়ে বিয়ে করার কি দরকার! স্টাটাস রক্ষার নামে অল্প মেয়াদী সংসারের ভয় লাগেনা মনে? বিয়ে করতে ভাল মেয়ে পাওয়া যায়না আবার বিয়ের পিঁড়িতে বসতে পারছেনা এমন মেয়ের সংখ্যাও কি কম? ফর্সা সুন্দরী, চরিত্রবান, পরহেজগার শিক্ষিত গ্রাজুয়েট বেকার মেয়েরা পছন্দের আড়ালে পড়ে যায় কারণ তাদের পরিবার গরীব। অথচ ধনী পরিবারের মেয়েটি সহজেই পছন্দের পাত্রী হতে গুণাবলির খুব বেশি প্রয়োজন পড়েনা। আর একটু সুন্দরী হলেতো দেনমোহরের বাম্পার ফলনেও বাঁধা পড়েনা। মেয়ে পক্ষ যাখন বলছে দেনমোহর জাস্ট সিকিউরিটি, দিতে তো হচ্ছেনা। একসময় দেখা যায় বিভিন্ন বিষয়ে মতবিরোধ হয়ে তালাকের পর্যায়ে যায় বা যাচ্ছে দৈনন্দিন। এবার দোষ দিবে মেয়েরা খারাপ, তালাকের নামে যৌতুক চাপিয়ে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি। কি দরকার এই অভিশাপ গিলে খাওয়ার! তারচেয়ে অসহায় মেয়েদের পাশে দাঁড়ান। যার শখ আহলাদ আপনার নাগালের মধ্যে থাকবে। এতে গরীবের মেয়েটি সমাজের বোঝা হবেনা। ধনীরা দেনমোহরের বোঝা চাপানোর ছেলে পাবেনা। বিচ্ছেদের সংখ্যা কমে যাবে। স্রষ্টার রহমত নেমে আসবে অবণীর বুকে…
শিরোনামঃ দাম হাঁকিয়ে বিয়ে, অতঃপর তালাক!
লেখকঃ নাসির আহামেদ
এলএল.বি অনার্স, এলএল.এম
লিগ্যাল এসোসিয়েট, চেম্বার অব জুরিস্ট, ঢাকা
Email: nasir.goodlawyer@gmail.com
Website: chamberofjurist.com/nasir