সব
facebook apsnews24.com
মহিলাদের বাইক চালানো: ইসলামী বিধান - APSNews24.Com

মহিলাদের বাইক চালানো: ইসলামী বিধান

মহিলাদের বাইক চালানো: ইসলামী বিধান

ইসলাম ধর্মের বিধান বা আইনের উৎস হলো কুরআন, হাদীস, ইজমা, কিয়াস। পবিত্র কুরআন মাজিদের ৬০০ এর কম আয়াত আছে যার মাধ্যমে বিধান দেয়া হয়েছে।

পবিত্র কুরআনে যেটা সরাসরি আদেশ সেটাকে বলা হয় ফরজ, আর সরাসরি নিষেধ যেটা সেটা হলো হারাম।

ফরজের পর যে বিধান সেটা হলো ওয়াজিব, যেমন ঈদের নামাজ, কুরবানী করা, বিতরের নামাজ ইত্যাদি, ওয়াজিব এবং ফরজ কে কোন কোন মুসলিম ফকীহ এক ই বলেছেন এবং তাদের মতে ওয়াজিব বলে কিছু নেই।

ফরজ, ওয়াজিবের পর আসে সুন্নত/মুস্তাহাব/ মুবাহ।
এগুলোর অপজিট হলো মাকরুহ/ মুবাহ।

বহু বছর পূর্বেই ইসলামী চিন্তাবিদ গন এই বিধিবিধান একত্রিত করে গেছেন, তবে সময়ের সাথে সাথে অনেক বিষয় নতুন আসে এই নতুন বিষয়ে ইসলাম কি বলে সেজন্য দরকার ইজতিহাদ বা গবেষণা, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেহ ইজতিহাদ করে সঠিক মাসয়ালা বের করতে পারে তবে তার জন্য দুইটি সাওয়াব, আর ভুল হলেও একটি সাওয়াব কারন তিনি ইজতিহাদ করেছেন।

এই ইজতিহাদের জন্য সবচেয়ে বেশি নির্ভর করতে হয় কিয়াসের এবং সর্বশেষ ইজমা।

বাইক চালানো বা মহিলাদের বাইক চালানো নিয়ে সরসারি কোন ইসলামী বিধান রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে বা তৎপরবর্তী ইমামদের যুগে ছিল না।

বাইক, গাড়ি, উড়োজাহাজ সবগুলো ই বিদায়াত বা নতুন সৃষ্টি, তবে যেহেতু এই বিষয়গুলোর সাথে ধর্মীয় বিধানের কোন সম্পর্ক নেই তাই শরীয়তের পরিভাষায় এগুলো বিদয়াত না।

একজন মহিলা বাইক চালাতে পারবেন কিনা এটা সরাসরি কুরআন বা হাদীসে নিষিদ্ধ বা অনুমোদিত নয়, আর যে বিষয়টি কুরআন বা হাদীসে অনুমোদিত বা নিষিদ্ধ নয় তাকে ধর্মীয় পরিভাষায় বলা হয় মুবাহ মানে করলে সাওয়াব ও নেই,গুনাহ ও নেই।

এখন আসি তাহলে কি মহিলারা বাইক চালাতে পারবেন?

এক্ষেত্রে জবাব হচ্ছে একজন মহিলার মুখমণ্ডল, পায়ের গোড়ালি, হাতের কব্জি ছাড়া সম্পূর্ণ ঢেকে রাখা ফরজ, একজন পুরুষের জন্য এই ফরজ হলো নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত, বাইরে বেড় হওয়ার সময় মুখমণ্ডল ঢেকে রাখতে হবে এমন মতামত ই দিয়েছেন ইমাম আবু হানিফা ( রহ.)।

এখন একজন মহিলা যদি পর্দা মেন্টেইন করে বাইক চালান, এমনকি উড়োজাহাজ ও চালান তবে কি কেউ নিষেধ করতে পারবেন?

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারী পুরুষ সকলেই উটের পিঠে চড়েছেন, ঘোড়ার পিঠে চড়েছেন এবং এটা অতি স্বাভাবিক যে উট বা ঘোড়ার পিঠে কেউ একদিকে পা দিয়ে চড়তে পারেননি, দুই দিকে দুই পা দিয়ে ই চড়েছেন।

উট এবং ঘোড়ায় চড়া যদি জায়েজ হয় তবে, উট এবং ঘোড়ার চেয়ে অনেক নিচু এবং সহজ বাহন মোটরবাইকে চড়া না জায়েজ কেন হবে এটা ফেসবুক আলেম রা ই বলুক।

তাই আমি বলতে চাই মহিলাদের বাইকে উঠে দুই পা একদিকে দিয়ে রাখতে হবে বা মহিলারা বাইক চালাতে পারবেন না, এটা ধর্মীয় নয় বরং আপনাদের সমাজের বিধান।

ফয়জুল্লাহ ফয়েজ
এ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রিম কোর্ট

আপনার মতামত লিখুন :

পারিবারিক আদালত আইন ২০২৩, যেসব বিষয় জানা জরুরী

পারিবারিক আদালত আইন ২০২৩, যেসব বিষয় জানা জরুরী

সামাজিক ব্যাধি পরকীয়া: কারণ ও আইনী প্রতিকার

সামাজিক ব্যাধি পরকীয়া: কারণ ও আইনী প্রতিকার

মুক্তিযুদ্ধ ও গৌরব গাঁথা মার্চ মাস

মুক্তিযুদ্ধ ও গৌরব গাঁথা মার্চ মাস

ফৌজদারী মামলা নিষ্পত্তি করতে কতজন সাক্ষী প্রয়োজন, আইন কি বলে!

ফৌজদারী মামলা নিষ্পত্তি করতে কতজন সাক্ষী প্রয়োজন, আইন কি বলে!

বাংলা ভাষার সর্বজনীন ব্যবহার নিশ্চিত হোক

বাংলা ভাষার সর্বজনীন ব্যবহার নিশ্চিত হোক

ইসলামী ব্যাংকিং পূর্ণতা পাওয়ার পথে সমস্যা: সমাধানের উপায়

ইসলামী ব্যাংকিং পূর্ণতা পাওয়ার পথে সমস্যা: সমাধানের উপায়

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj