সব
facebook apsnews24.com
" করোনার ক্রান্তিলগ্নে গ্রামাঞ্চল " - APSNews24.Com

” করোনার ক্রান্তিলগ্নে গ্রামাঞ্চল “

” করোনার ক্রান্তিলগ্নে গ্রামাঞ্চল “

আল আমিন ইসলাম নাসিম

বৈশ্বিক মহামারী রোগের ভাইরাস করোনা যেনো এখন আর শুধু জেলা বা উপজেলা পর্যায়ে নেই, ক্রমশ নিয়ন্ত্রন হারিয়ে এখন গ্রামাঞ্চলের দিকেও ধাবিত হচ্ছে । গ্রামের দিকে এই করোনা ভাইরাস ধাবিত হলেও তাদের মধ্যে দেখা যায় না কোনো সচেতনা । নানা কুসংস্কার ও অসচেতনতায় তারা যেনো এখনো বিভোর হয়ে দিন পাড় করছে । যার জন্য সবচেয়ে আতঙ্কে রয়েছে গ্রামের সুশীল সমাজসহ গ্রামের শিক্ষিত ও সচেতন মানুষেরা ।

গ্রামের অধিকাংশই সাদাসিধে মনের অধিকারী । সাদাসিধে কর্ম করে জীবিকা নির্বাহ করে । তন্মধ্যে কৃষিকাজ, দিন আনে দিন খায় ও ক্ষুদ্র ব্যাবসায়ীরা বেশি । বৈশ্বিক এই মহামারী রোগের জন্য তাদের জীবিকা নির্বাহেও যেনো নানা বাঁধা বিপত্তির সৃষ্টি হয়েছে । ব্যায়ের শতো দিক থাকলেও আয়ের জন্য যেন একটি পন্থাও পাচ্ছে না অনেকে । কষ্টে দিনযাপন করছেন এমন অনেকেরই ।

আবার অনেক সৌখিন একটু বৃত্তশালী গ্রামবাসী, যাদের খাওয়া-পরনের মতো প্রয়োজন মাফিক অর্থ না থাকলেও ঘুড়ি কেনা-বেঁচা কিংবা উড়ানোর মতো মহা আনন্দে উৎসব যেনো লেগেই আছে । কেউ বা আছেন, এই করোনার ক্রান্তিলগ্নে কাজ নেই, হাতে টাকা আছে, পাকা দেয়াল গাঁথছে, ছাদ ঢালাই দিচ্ছে । কিন্তু তাদের জানা নেই , কবে এই করোনা যাবে ? টাকা গুলো জমিয়ে না রেখে এমনই অপব্যায়ে নিমজ্জিত আছে তারা ।

আবার কেউবা এমনটা মনে করছেন, ছুটি চলছে, লকডাউন চলছে, মোটরসাইকেল কিনি বা বেড়াতে যায় মামাবাড়ি, খালাবাড়ি, অবসরে ঘুরা ঘুরি করা যাবে । কিন্তু তাদের এই কোভিড’১৯ এর প্রতি ধারণা তেমন নেই যার ফলে তাদের মনে হচ্ছে ছুটি দিয়েছে, কদিন পড়ে আবার ঠিক হয়ে যাবে ।

গ্রামের মানুষের সবচেয়ে অসচেতনতার কথা যদি বলা যায় তাহলে দেখা দিবে তা তাদের বাজারে গেলে । এখনো যেনো চায়ের দোকানে, ক্যারামের দোকানে বাজার ভর্তি লোকজনের আড্ডা চলছে । তাদের মনে নেই কোনো ভয়, নেই কোনো চিন্তা-চেতনা । এই খোলা বাজারের জন্যেই হয়তো একসময় পুরো গ্রামবাসীদের  ভোগান্তির শিকার হতে হবে ।

গ্রামাঞ্চলের ফসলাদি : আম্ফানের প্রবল ঝড়ে ও বৃষ্টিতে যেনো ফসলাদি আধ পা পানিতে থই থই করছে । নেই পানি বেরোনোর সুযোগ । একমাত্র প্রবল খরায় হয়তো ফসলাদি ঘরে আনতে পারবে কৃষকেরা । অনেকে আবার ফসল তুলে নিলেও এই সমসাময়িক বৃষ্টির ফলে গবাদিপশুর জন্য খড় বা ফসলাদির অবশিষ্ট অংশ শুকাতে পারছেন না ।

গ্রামের মানুষ অধিকাংশই এখন কর্মহীন হওয়ায় প্রধান পেশা হিসেবে বেঁচে নিয়েছে ভ্যানে করে কাঁচামালের ব্যবসা, সবজি চাষ, দোকানদারি করা । এখন যেন প্রতিটি বাড়ি বাড়ি দোকান এমনি বলতে হয় । তবে করোনা পরিস্থিতির জন্য অনেকে বাকি দেওয়া বন্ধ করে দিয়েছে যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন গ্রামের সাধারণ নিম্নজীবি বা কর্মহীন মানুষগন ।

গ্রামের মানুষের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে করূন অবস্থা হয়েছে যেনো এখন । এমন আতঙ্কে যেনো তারা খুব দীর্ঘ সময়ই পার করেছে জীবনে বৈকি । কিন্তু করোনার চেয়ে বড়ো আতঙ্ক যেনো কিস্তি বা সমিতি ওয়ালারা তৈরি করছে । এ বিষয়ে নানা সংবাদ পত্র কিংবা সরকারের দৃষ্টিগোচর হলেও যেনো আবার এ সমস্যা এখন মাথা নাড়া দিয়েছে । যার ফলে চরম দুর্ভোগে পড়েছে তারা । এ যেন মরার উপর খাড়ার ঘা ।

গ্রামাঞ্চলে আরো একটি অন্যতম সমস্যা হলো শিক্ষার্থীদের সমস্যা । কেননা পিতার এই কর্মহীন অবস্থায় তাদের পক্ষে ডেটা কিনে ক্লাস করা যেনো একেবারেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে । তাছাড়া নেটওয়ার্ক সমস্যা যেনো অন্যতম গ্রামাঞ্চলের । যার জন্য প্রতিনিয়ত পিছিয়ে থাকতে হচ্ছে তাদের ।

গ্রামের মানুষেরা বর্তমানে খুব কম সংখ্যকই শিক্ষিত । যার ফলে তাদের মধ্যে গুজব যেনো সর্বদাই বিরাজমান । আর এই গুজবের ফলেই তারাই যেনো কোভিড’১৯ এর শিকার হচ্ছে বেশি ।

এছাড়া স্থানীয় সরকার প্রশাসন থেকে তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহায়তা দিলেও যেনো তা পুরোপুরি তাদের ভোগ মেটাতে পারছে না । তাই অনেকেই কাজের আশায় প্রতিনিয়ত বেরিয়ে পড়েছেন এবং কোভিড’১৯ এ আক্রান্ত হচ্ছেন ।

সর্বোপরি করোনার এই ক্রান্তিলগ্নে , আমাদের গ্রামাঞ্চলের দিকেও নজর দিতে হবে । তাদের সমস্যাগুলো সমাধান করিতে হবে । কেননা দেশ-বিদেশের খাদ্য সামগ্রীর অধিকাংশই তারা যোগান দিয়ে থাকে । তাই গ্রামের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করুন, তাদের নিরাপদে রাখুন ‌‌।

আল আমিন ইসলাম নাসিম
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
মোবা নং : ০১৭৯৩৩৩০১৪৫
ইমেইল : alaminislamnasim@gmail.com

আপনার মতামত লিখুন :

পারিবারিক আদালত আইন ২০২৩, যেসব বিষয় জানা জরুরী

পারিবারিক আদালত আইন ২০২৩, যেসব বিষয় জানা জরুরী

সামাজিক ব্যাধি পরকীয়া: কারণ ও আইনী প্রতিকার

সামাজিক ব্যাধি পরকীয়া: কারণ ও আইনী প্রতিকার

মুক্তিযুদ্ধ ও গৌরব গাঁথা মার্চ মাস

মুক্তিযুদ্ধ ও গৌরব গাঁথা মার্চ মাস

ফৌজদারী মামলা নিষ্পত্তি করতে কতজন সাক্ষী প্রয়োজন, আইন কি বলে!

ফৌজদারী মামলা নিষ্পত্তি করতে কতজন সাক্ষী প্রয়োজন, আইন কি বলে!

বাংলা ভাষার সর্বজনীন ব্যবহার নিশ্চিত হোক

বাংলা ভাষার সর্বজনীন ব্যবহার নিশ্চিত হোক

ইসলামী ব্যাংকিং পূর্ণতা পাওয়ার পথে সমস্যা: সমাধানের উপায়

ইসলামী ব্যাংকিং পূর্ণতা পাওয়ার পথে সমস্যা: সমাধানের উপায়

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj