সব
facebook apsnews24.com
ঢাকা মেডিকেলের ভাইরোলজী বিভাগে "সুরক্ষা সামগ্রী" দিল "ত্রিমাত্রিক-৩০ বিসিএস" - APSNews24.Com

ঢাকা মেডিকেলের ভাইরোলজী বিভাগে “সুরক্ষা সামগ্রী” দিল “ত্রিমাত্রিক-৩০ বিসিএস”

ঢাকা মেডিকেলের ভাইরোলজী বিভাগে “সুরক্ষা সামগ্রী” দিল “ত্রিমাত্রিক-৩০ বিসিএস”

এজি লাভলু: করোনা মহামারী মোকাবেলায় ডাক্তার ও স্বাস্থ্যকর্মীগণ পেশাদারি দায়িত্ব পালনের পাশাপাশি ঝুঁকি নিয়ে বিভিন্ন মানবিক কাজ করছেন ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে রোগীদের সেবা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করছেন। নভেল করোনাভাইরাসের সংক্রমণে সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে কাজ করছেন ভাইরোলজী বিভাগের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীগণ। দেশের প্রেক্ষাপটে ভাইরোলজী বিভাগের সদস্যদের কাজের পরিবেশটাই ঝুঁকিপূর্ণ। দেশের জনগণের স্বাস্থ্য নিরাপত্তাকে জোর দিয়ে সরকারের যুগোপযোগী দিক নির্দেশনায় ডাক্তার ও স্বাস্থ্যকর্মীগণ অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছেন। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে অনবরত মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীগণ। মানবিকতার উৎকর্ষ বৃদ্ধি করছেন নানামাত্রায়। মানবিক ও সামাজিক সকল ক্ষেত্রে প্রতিটি সদস্য আজ অনন্য ভূমিকা রাখছে। জনগণের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা দিতে গিয়ে নভেল করোনাভাইরাসে আক্রান্তের পরও মনোবল শক্ত রেখে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীগণ রোগীদের অনবরত সেবা দিয়ে যাচ্ছেন। মনোবল চাঙ্গা রাখতে নানাভাবে ডাক্তার ও স্বাস্থ্যকর্মী প্রতিটি সদস্যদের উজ্জীবিত করা হচ্ছে। অসুস্থ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রতিনিয়ত যুগোপযোগী পদক্ষেপ নিচ্ছেন, যা সমাজে অত্যন্ত প্রশংসিত হচ্ছে।

অদম্য গতিতে এগিয়ে চলা ‍‍‍”ত্রিমাত্রিক-৩০ বিসিএস অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড” ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজী বিভাগের যেসকল বীর সদস্যগণ করোনা মহামারী মোকাবেলায় দিনরাত পরিশ্রম করছেন, তাদের মনোবল বৃদ্ধি ও সাহস যোগাতে “সুরক্ষা সামগ্রী ” উপহার দিয়েছেন। “ত্রিমাত্রিক-৩০ বিসিএস”এর সভাপতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মো জাহাঙ্গীর আলম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাছির উদ্দীন ও ভাইরোলজী বিভাগের প্রধান প্রফেসর সুলতানা শাহানা বানু’র হাতে উপহার হিসেবে “সুরক্ষা সামগ্রী” তুলে দেন। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা ও উৎসাহ সৃষ্টি করতে “ত্রিমাত্রিক-৩০ বিসিএস” এর এ উদ্যোগের প্রশংসা করেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় “ত্রিমাত্রিক-৩০ বিসিএস” এর সম্পাদক ৩০ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ডাক্তার মোঃ লতিফুল বারী, টিটিবি সদস্য ডাঃ মোস্তফা কামাল আরেফিন, ডাঃ গওসুল আযম, টিটিবি সদস্য ৩০ তম বিসিএস শিক্ষা ক্যাডারের রসায়নের সহকারী অধ্যাপক মোঃ আবদুল কাদের (সোহাগ) উপস্থিত ছিলেন। দেশের এই প্রেক্ষাপটে “ত্রিমাত্রিক-৩০ বিসিএস” এর ৭ জন ডাক্তার ও সংগঠন, স্বাস্থ্য বিষয়ক যে কোন পরামর্শ, সহযোগিতা, উৎসাহ ও মনোবল বৃদ্ধির ব্যাপারে সর্বদা পাশে থাকবার অঙ্গীকার ব্যক্ত করেন। এতে মেডিকেল কলেজের ভাইরোলজী বিভাগের প্রধান “ত্রিমাত্রিক-৩০ বিসিএস” এর সুরক্ষা সামগ্রী উপহারের জন্য কৃতজ্ঞতা জানান ও কুশলাদি বিনিময় করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাছির উদ্দীন জানান, “ত্রিমাত্রিক-৩০ বিসিএস” এর বিভিন্ন হাসপাতালে “সুরক্ষা সামগ্রী” উপহার কার্যক্রম সময়োপযোগী প্রশংসনীয় উদ্যোগ। এছাড়াও দেশ ও মানুষের কল্যাণে কাজ করা “ত্রিমাত্রিক-৩০ বিসিএস” সংগঠনটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। পরিচালক “ত্রিমাত্রিক-৩০ বিসিএস” এর সভাপতি, সম্পাদক ও উপস্থিত সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।

ত্রিমাত্রিক-৩০ বিএসসি অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর প্রতিষ্ঠাতা সভাপতি ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম জানান, দেশের এই প্রেক্ষাপটে করোনা মহামারী মোকাবেলায় সম্মুখযোদ্ধা ডাক্তার, পুলিশ সদস্য ও স্বাস্থ্যকর্মীগণ ঝুঁকি নিয়ে দেশের মানুষের জন্য কাজ করছেন। সম্মুখযোদ্ধা করোনাযোদ্ধাদের উৎসাহ ও মনোবল বৃদ্ধি করতে আমরা ইতোমধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকাসহ বিভিন্ন ডাক্তার ও পুলিশ সদস্যদের সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছি। দেশের এই ক্রান্তিলগ্নে ভাইরোলজী বিভাগের সদস্যদের সেবা কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। ডিএমসি’র ভাইরোলজী বিভাগে “সুরক্ষা সামগ্রী” শুভেচ্ছা উপহারের ভাবনা ও উদ্যোগ সম্মানিত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আমাদের ভালোবাসা, উৎসাহ ও মনোবল বৃদ্ধির নিয়ামক মাত্র কিন্তু সম্মুখযোদ্ধাদের প্রতি আমাদের সুগভীর ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে “ত্রিমাত্রিক-৩০ বিসিএস” সবসময় পাশে থেকে সাহস যোগাতে চাই।

ভাইরোলজী বিভাগে KN95 মাস্ক, হ্যান্ড গ্লোভস্, ফেস শিল্ড ও হ্যান্ড রাব উপহার করোনাযোদ্ধাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও উৎসাহ বৃদ্ধির নিয়ামক। আমরা আমাদের এ উদ্যোগের মাধ্যমে করোনাযোদ্ধাদের প্রতি উৎসাহ অব্যাহত রাখতে চাই। দেশের এই প্রেক্ষাপটে ও করোনা মহামারী মোকাবেলায়, দেশ ও মানুষের কল্যাণে অপ্রতিরোধ্য গতিতে “ত্রিমাত্রিক-৩০ বিসিএস” এর সাথে ৩০তম বিসিএস শিক্ষা ক্যাডারের কিছু উদ্যমী বন্ধুদের প্লাটফর্ম ” ডায়নামিক-৩০” এবং ৩০ বিসিএস বিভিন্ন ক্যাডারের বন্ধুগণ আমাদের সাথে থেকে সাহস ও শক্তি যোগাচ্ছেন এবং জনকল্যাণে তাদের সম্পৃক্ততা আমাদেরকে বড় পরিসরে কাজ করবার উৎসাহ যোগাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলি, নিজে নিরাপদ থাকি, দেশকে নিরাপদ রাখি। সবার জন্য শুভ কামনা রইলো।

এপিএস/৩১মে/পিটিআই/কুড়িগ্রাম

আপনার মতামত লিখুন :

মানবাধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন আইনের শাসন: মঞ্জু

মানবাধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন আইনের শাসন: মঞ্জু

দুই বাংলাদেশির মৃত্যুতে ‘বাঘ’ না ‘বিএসএফ’, এলাকায় সংশয়

দুই বাংলাদেশির মৃত্যুতে ‘বাঘ’ না ‘বিএসএফ’, এলাকায় সংশয়

বাইক কেনার শখ, তাই ৩ মাসের সন্তানকে বেঁচে দিল বাবা-মা!

বাইক কেনার শখ, তাই ৩ মাসের সন্তানকে বেঁচে দিল বাবা-মা!

ঢাকা মেডিকেলের ভাইরোলজী বিভাগে “সুরক্ষা সামগ্রী” দিল “ত্রিমাত্রিক-৩০ বিসিএস”

ঢাকা মেডিকেলের ভাইরোলজী বিভাগে “সুরক্ষা সামগ্রী” দিল “ত্রিমাত্রিক-৩০ বিসিএস”

এক হাজার কারাবন্দি মুক্তির প্রক্রিয়া চুড়ান্ত

এক হাজার কারাবন্দি মুক্তির প্রক্রিয়া চুড়ান্ত

দীর্ঘদিন জেলখাটা ও ছোটখাটো অপরাধীর মুক্তির ব্যাপারে সরকার নীতিমালা করছে

দীর্ঘদিন জেলখাটা ও ছোটখাটো অপরাধীর মুক্তির ব্যাপারে সরকার নীতিমালা করছে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj