আজ ২৮ জুলাই সিলেট-৩ আসনে উপনির্বাচন হওয়ার কথা ছিল। উচ্চ আদালত নির্বাচন স্থগিত করেছেন। আইনজীবী শিশির মনির আদালতকে বলেছেন- ’রিটার্নিং কর্মকর্তাও করোনা আক্রান্ত হয়ে রোববার মারা গেছেন। এখানে জীবনের অধিকারের প্রশ্ন। এখানে কারও পক্ষে বা বিপক্ষের প্রশ্ন নেই’ (প্রথম আলো ২৬ জুলাই ২০২১)। তিনি আরো বলেছেন- ’করোনাকালে ২০ কোটি টিকা সরকার ব্যবস্থা করছে বলে বলেছে। এই সময়ের মধ্যে আমরা সুরক্ষা নিশ্চিত করব’ (প্রথম আলো)।
জনস্বাস্থ্যের অর্থ হচ্ছে জনগণের জীবনের অধিকার, স্বাস্থ্যের অধিকার। রাষ্ট্র, সমাজ বা সংগঠন সর্বাগ্রে মানুষের জীবনের অধিকার নিয়ে চিন্তা করবে এরপর তার কর্মসূচি দিবে। জনস্বাস্থ্যের জন্য কাজ করবে পাশাপাশি জনস্বাস্থ্য বিঘ্নিত হয় এমন কর্মকান্ড করবেনা। আইনজীবী শিশির মনির সেই কথাটি তার বক্তব্যের মাধ্যমে মাননীয় আদালতকে জানিয়েছেন। মাননীয় আদালত জনস্বাস্থ্যের পক্ষে তথা জনগণের পক্ষে রায় দিয়েছেন। (জনস্বাস্থ্য নিয়ে বিস্তারিত ব্যাখ্যা আমার ফেসবুক ওয়ালে রয়েছে, প্রয়োজনে পড়ে নিতে পারেন)।
যেখানে জীবনের প্রশ্ন এসে দাঁড়ায় সেখানে অন্যসব গৌণ হয়ে যায়। জীবনের প্রশ্নে ১৯৭০ সালের জাতীয় নির্বাচনের তারিখও পরিবর্তিত হয়েছিল। প্রথমে ১৯৭০ সালের ৫ অক্টোবর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। জুলাই-আগষ্ট মাসে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) ব্যাপক বন্যা দেখা দেয়। রাজনৈতিক নেতৃত্ব নির্বাচনের চাইতে জনগণের পাশে দাঁড়ানোকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন। ফলে নির্বাচন দুই মাস পিছিয়ে ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়। বাংলাদেশে নানান কারণে নির্বাচন পিছানোর অনেক উদাহরণ রয়েছে।
এবারে জনস্বাস্থ্যের বিবেচনায় আদালত নির্বাচন স্থগিত করেছেন। করোনার বর্তমান এই ভয়াবহ পরিস্থিতিতে নির্বাচন হওয়া কোনভাবে যুক্তিসম্মত নয়। আমি মনে করি বাংলাদেশে জনস্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন তাদের বিষয়টি নিয়ে কাজ করা এবং প্রয়োজনে আদালত পর্যন্ত যাওয়ার দরকার ছিল। আইনজীবী শিশির মনির জনস্বার্থে বিষয়টি নিয়ে আদালতে গিয়েছেন এবং মাননীয় আদালত রায় দিয়েছেন, এই জন্য শিশির মনিরকে ধন্যবাদ জানাই। শিশির মনিরের মত সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে জনস্বাস্থ্য বিষয়টি গুরুত্ব পাক, এই প্রত্যাশা করছি। এইজন্য আমাদেরকে সচেতনতামূলক অনেক কাজ করতে হবে।
ড. মোহাম্মদ বিলাল হোসাইন
সহযোগী অধ্যাপক
ইতিহাস বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
তারিখ: ২৮/০৭/২০২১