সব
facebook apsnews24.com
ব্রেকাপে কী করবেন? - APSNews24.Com

ব্রেকাপে কী করবেন?

ব্রেকাপে কী করবেন?

মতিউর রহমান

অযৌক্তিক আবেগ নিয়ে কোনকালে কে সুখী হয়েছে বলুন তো! আপনাকে সে চায় না, আপনাকে তার ভাল লাগে না। অথচ আপনি তার জন্য ঘুমাতে পারেন না, খেতে পারেন না, জীবনকে সামনে এগিয়ে নিতে পারেন না। হাউমাউ করে কাঁদেন, বালিশে মুখ লুকিয়ে কাঁদেন, গোসলের জলে চোখ লুকিয়ে কাঁদেন! তাতে বিন্দুমাত্র উপকার আছে কারোর? না আপনার, আর না তার। আপনাকে সে ত্যাগ করেছে, মেনে নিন। মানুষের রুচির পরিবর্তন হতেই পারে। এটা মেনে নিন, মেনে নিন, মেনে নিন।

যদি প্রতারণা না করে, যদি শুরু থেকেই এক পর্যায়ে ছুড়ে ফেলার অভিপ্রায় না থাকে, কেবল রুচির পরিবর্তনের জন্য দায়ী কইরেন না তাকে। যাত্রাপথে একবার ভচকে গেলে আপনি বসে থাকেন নাকি উঠে দাঁড়ান? – উঠে দাঁড়ান। সারভাইভ করেন। বুক ভরে শ্বাস নিন। দুদিন কাঁদুন। এটা অযৌক্তিক আবেগ হবে না। তিন দিনেরদিন হাসতে চেষ্টা করুন। এক সপ্তাহ পর হাসির চর্চা করুন৷ হাসির উপযুক্ত কারণ খুঁজে নিন বা কারণ তৈরী করুন। সময়মত পুনরায় বেটার কাওকে খুঁজে নিন। এটা আপনার অধিকার। একটা কষ্টে ৭ দিনের বেশি কাঁইদেন না। হয়ত কিছু স্যাডিস্ট আপনার হাঁসি মুখ সহ্য করতে পারবে না। আসলে কষ্টের পর দ্রুত মুভ অন করা, ভাল থাকতে দেখা অনেকের সহ্য হয় না। এদেরকে ইগনোর করতে শিখুন।

এ পৃথিবীর সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে আপনি আসেন নি। তেমনি সবাই আপনাকে খুশি রাখার দায়িত্ব নিয়ে দুনিয়াতে আসেনি। মেনে নিন। যতই কমিটমেন্ট দিক না কেন, যতই ওয়াদা করুক না কেন, সম্পর্ক হল এক রকম বাতিলযোগ্য অঙ্গীকার। অঙ্গীকার রক্ষায় আইন কোন কাজে আসে না। বাতিলযোগ্য ব্যাপার হলেও টিকিয়ে রাখার চেষ্টা করুন। তবে তাতে শান্তি না পেলে হাসিমুখে বাদ দিন, বা মেনে নিন।

ভাল থাকার সেরা উপায় সেল্ফ ডিপেনডেন্ট হয়ে বিজি থাকা। বিজি না থাকলে কারণ ছাড়াই খারাপ লাগে, আর ছোট কষ্টকেও পাহাড়ের থেকে ভারি লাগে। আপনি যদি বিজি থাকেন, আপনার হাতে যদি প্রচুর কাজ থাকে, আপনার যদি যোগ্যতা থাকে, পৃথিবীর কারোর সাধ্যটি নেই আপনার জীবন ধ্বংস করার। দয়া করে দূঃখের চর্চা করবেন না। দূঃখ কখনো চর্চার যোগ্য নয়। বাঁচতে শিখুন৷ নদীর এক পাড় ভাঙলে আরেক পাড়ে যান, শক্ত মাটিতে আবাস গড়ুন। তবু তো বাঁচুন! মনে রাখবেন, কঙ্কালসার সম্পর্ক জোড়াতালি দিয়ে টেকানোর মাঝে কোন সার্থকতা নেই। বরং এতে জীবনের জটিলতা বাড়ে। অন্যান্য ক্ষেত্রে আর যাই করেন, অন্তত সম্পর্কের ক্ষেত্রে সরলতা বেছে নিন। মরার আগে বারবার বাঁচার মত বাঁচুন।

লেখক- মতিউর রহমান, ছাত্র, LL.B, 2015-16 Session, রাজশাহী বিশ্ববিদ্যালয়। 01761426960 e-mail- motiurmdm@gmail.com

আপনার মতামত লিখুন :

পারিবারিক আদালত আইন ২০২৩, যেসব বিষয় জানা জরুরী

পারিবারিক আদালত আইন ২০২৩, যেসব বিষয় জানা জরুরী

সামাজিক ব্যাধি পরকীয়া: কারণ ও আইনী প্রতিকার

সামাজিক ব্যাধি পরকীয়া: কারণ ও আইনী প্রতিকার

মুক্তিযুদ্ধ ও গৌরব গাঁথা মার্চ মাস

মুক্তিযুদ্ধ ও গৌরব গাঁথা মার্চ মাস

ফৌজদারী মামলা নিষ্পত্তি করতে কতজন সাক্ষী প্রয়োজন, আইন কি বলে!

ফৌজদারী মামলা নিষ্পত্তি করতে কতজন সাক্ষী প্রয়োজন, আইন কি বলে!

বাংলা ভাষার সর্বজনীন ব্যবহার নিশ্চিত হোক

বাংলা ভাষার সর্বজনীন ব্যবহার নিশ্চিত হোক

ইসলামী ব্যাংকিং পূর্ণতা পাওয়ার পথে সমস্যা: সমাধানের উপায়

ইসলামী ব্যাংকিং পূর্ণতা পাওয়ার পথে সমস্যা: সমাধানের উপায়

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj