আহম্মেদ কাওসার (ইবু), পটুয়াখালী প্রতিনিধিঃ একজন মহান ব্যক্তির মহানুভবতা ও জীবন দর্শন অনুধাবন ও অনুভবের অনন্য উপায় হলো তার নিজস্ব লেখা ও অভিব্যক্তির বহুমাত্রিক অনুসন্ধান। সেই লক্ষ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবর্ষে তার স্মৃতির প্রতি প্রগাঢ় শ্রদ্ধার স্মারক হিসেবে জেলা প্রশাসন, পটুয়াখালী ‘বজ্রকণ্ঠ’ নামক ভাষণ সংকলন প্রকাশ করেছে। আজ পটুয়াখালী শিশু একাডেমি মিলনায়তনে ভাষণ সংকলনটির মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আ.স.ম ফিরোজ, মাননীয় সংসদ সদস্য ও সভাপতি, সরকারি প্রতিষ্ঠান কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া, মাননীয় সংসদ সদস্য; জনাব জনাব এস. এম. শাহজাদা, মাননীয় সংসদ সদস্য; জনাব কাজী কানিজ সুলতানা হেলেন, সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য; জনাব মােহাম্মদ মইনুল হাসান পিপিএম, পুলিশ সুপার, পটুয়াখালী; বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব কাজী আলমগীর, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; বীর মুক্তিযোদ্ধা জনাব ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; জনাব মহিউদ্দিন আহম্মেদ, মেয়র, পটুয়াখালী পৌরসভা; জনাব অ্যাডভােকেট মােঃ গােলাম সরােয়ার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পটুয়াখালী সদর। আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন, পটুয়াখালী; জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ; বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মােঃ মতিউল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে ভাষণ সংকলনটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন জনাব কাজী কানিজ সুলতানা হেলেন, সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য। ‘বজ্রকণ্ঠ’ নামক ভাষণ সংকলন প্রকাশের এই মহতী উদ্যোগ গ্রহণের জন্য বক্তাগণ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, এই ভাষণ সংকলনটি ব্যক্তি ও জাতীয় জীবনের পথচলায় পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।