বোতলের গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, বন্যার কারণে গ্যাসের চাহিদা বেড়েছে, গ্যাসের সরবরাহ কম তাই দাম বেশী ইত্যাদি অযুহাত দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে গ্যাস ব্যবসায়ীরা গ্যাসের দাম বেশি রাখে। আপনি এখন এমন ঘটনার মুখোমুখি হলে ও সরকার নির্ধারিত মূল্যের বেশী রাখা হলে সচেতন নাগরিক হিসেবে ৯৯৯ এ ফোন করুন বা স্থানীয় প্রশাসনকে জানান প্রতিকার।
এতো দিন খুচরা বাজারে ১২.৫ কেজি গ্যাসের দাম ১০০০ টাকার বেশি বা তার আশে পাশে বিক্রি হতো। কিন্তু সরকার বরর্তমানে দাম নির্ধারণ করে দিয়েছে ৬০০ টাকা । ৬’শত টাকার একটাকা বেশী দাবী করলেও সচেতন নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানান ও প্রয়োজনের প্রশাসনের সাহায্য নিন।
নির্ধারিত দামের থেকে বেশি দাম চাইলে এখনই ৯৯৯ এ কল করে আপনার অভিযোগ জানান। পুলিশ খুব দ্রুত ব্যবস্থা নিবে। আপনি ক্রয়কৃত সিলিন্ডারের দামের রসিদের মাধ্যমে ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় মামলাও করতে পারবেন। আপনার মামলার পরিপ্রেক্ষিতে দোকানদের যে জরিমানা হবে তা ২৫% অর্থ আপনিও পাবেন। তাই নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন।