আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
“মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” শ্লোগান কে নিয়ে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে ২ নাং জালালাবাদ ও ১১ নাং দিয়াড়া ইউনিয়নে
বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে ২৯জুলাই বুধবার সকালে বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস।
সে সময় পুলিশ বিভাগের কর্মকর্তা,জালালাবাদ ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত আবুল কালাম ও ১১ নাংদিয়াড়া ইউপি চেয়ারম্যান মাকফুর রহমান মফে,ইউপি সদস্য বৃন্দ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলার সকল উপজেলায় পর্যায়ক্রমে বিট পুলিশিং এর উদ্বোধন করা হবে বলে জানান ওসি।
অপরাধ দমন এবং পুলিশি সেবা জনগনের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কার্যক্রম চালু করা হয়েছে জনগণ দ্রুত যেন পুলিশি সেবা পায় এবং অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এটি চালু করা হলো বিট পুলিশিং জালালাবাদ এ দায়িত্বরত অফিসার এস আই মোঃ আবু সাঈদ,এ এস আই মোঃ নুরালী ও দিয়াড়া ইউনিয়নের দায়িত্বরত খোরদো ফঁড়ির আইসি অফিসার এস আই মামুনুর রহমান মামুন সহ পুরিশ সদস্য, ২ ইউনিয়নের সকল প্রকার সেবা প্রদান করবেন ।
এলাকার চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিং, মাদক, সহিংসতা সহ সব ধরণের অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর থাকবেন । অর্থাত বিট পুলিশিং এর মাধ্যমে জনগণের বাড়ি বাড়ি পৌছে যাবে পুলিশের সেবা।— কলারোয়া থানার অফিসার ইনচার্জ হুশিয়ারী দিয়ে বলেন আপনারা যারা মাদক ব্যাবসা করেন ও সেবন করেন ২ দিনের মর্ধ্যে আত্নসর্মাপন করুন নাহলে বাংলাদেশ পুলিশের আইজি স্যারের নির্দেশ আপনাদের পরিনতি হবে ভয়বাহ আর আমি ওসি এই ধরনের কাউকে ছাড়দেব না। অপরাধী যে হোক আর যত শক্তিশালী হোক না কেন ভালো হয়ে জান পুলিশ আপনাদের সব ধরনের সহযোগিতা করবে। বিট অফিসারদের বলেন আপনারা সেবা করবেন সবসমস্য সমাধান করবেন যেটা না পারবেন আমাকে জানাবেন আমি সমাধান দিব। অনেক কে বলতে শুনেছি আগে আমরা কখনও এমন ওসি কলারোয়াতে পাইনাই তা হলে আমরা জনসাধারণ এত কষ্টো পেতাম না এমন ওসি সব থানায় প্রয়োজন বাংলাদেশে।