ভারতীয় বাংলা সিনেমার শক্তিমান অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে আচমকাই সামনে আসে তার অসুস্থতার কথা।
জানা যায়, মঙ্গলবার রাতে বুকে ব্যথা নিয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ‘ফেলুদা’। শনিবার রাতে ধুমধাম করে নাতি ধীরের অন্নপ্রাশন (মুখেভাতের অনুষ্ঠান) পালন করেছেন বেণুদা। হঠাৎ হলটা কি তার? চিন্তায় ঘুম উড়েছিল ভক্তদের। অবশেষে তার স্বাস্থ্য় নিয়ে সামনে এল আপডেট। খবর হিন্দুস্তান টাইমসের।
পরিবারের তরফে বর্ষীয়ান অভিনেতার স্বাস্থ্য নিয়ে মুখে কুলুপ। ৬৭ বছর বয়সী অভিনেতার হাসপাতালে ভর্তির খবর মেনে নিলেও বেশিকিছু বলতে না-রাজ স্ত্রী মিঠু চক্রবর্তী।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছিল অভিনেতার। সেইমতো চিকিৎসকরা দ্রুত পেসমেকার বসানোর পরামর্শ দেন। সেইমতো বুধবার সন্ধ্যায় বাইবাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয় তার। আপতত পর্যবেক্ষণে রাখা হয়েছে ‘বোম্বাইয়ের বোম্বেটে’র ফেলুদাকে। বৃহস্পতিবার চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
ধীরে অন্নপ্রাশন অনুষ্ঠানের যাবতীয় তদারকির ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন অভিনেতা। নাতি-নাতনির সঙ্গে সময় কাটাতেই সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি। অথচ নাতির অন্নপ্রাশন মিটতে না মিটতেই তার অসুস্থতার খবরে চিন্তিত টালিপাড়া।
গত বছর বাংলাদেশে উপস্থিত হয়ে সব্যসাচী বলেছিলেন, এবার অভিনয় থেকে সরে দাঁড়াতে চান তিনি। ঢাকা চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে সংবাদমাধ্যমের কাছে অভিনেতা বলেছিলেন, ‘আমার সময় শেষ, এখন অবসরপ্রাপ্ত’। এমনকী জানিয়েছিলেন, ‘আমি সিনেমা থেকে বিদায় নিচ্ছি। এখন অবসরের সময়। সবাইকে আমি না করে দিচ্ছি। অনেক অফার এসেছে। অভিনয় করছি না।’ পরে অভিনেতা জানান, তার মন্তব্যের ভুল বাখ্যা হয়েছে।
তিনি পরবর্তীতে বলেন, ‘আমাকে লাগাতার প্রশ্ন করা হচ্ছিল যে আমি আমার কবে পর্দায় ফিরব। তখন আমি বিরক্ত হয়ে জানি না বলায় সবাই যখন জিজ্ঞেস করে আমি অবসর নিচ্ছি কিনা আমি ‘তাহলে তাই’ বলে দিই। আসলে আমি বিরক্ত হয়ে গেলে এমনই উত্তর দিই। আমার সেই কথারই ভুল ব্যাখ্যা করা হয়েছে।’
বাংলা চলচ্চিত্রের অতি পরিচিত নাম সব্যসাচী চক্রবর্তী, বলিউডেও কাজ করেছেন নিয়মিত। আগামিতে শুভ্রজিৎ মিত্রের দেবী চৌধুরানি ছবিতে দেখা মিলবে সব্যসাচীর, এই ছবিতে থাকছেন তার ছোট ছেলে অর্জুন চক্রবর্তীও। সব্যসাচী ও মিঠু চক্রবর্তীর দুই ছেলে গৌরব ও অর্জুন। বাবা-মা’র পদচিহ্ন অনুসরণ করে দুজনেই অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছেন।