আহম্মেদ কাওসার (ইবু) ,পটুয়াখালী প্রতিনিধিঃ আজ সকাল ১১.০০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উক্ত কর্মসূচির সাথে সঙ্গতি রেখে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী কানিজ সুলতানা হেলেন, সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খলিলুর রহমান, চেয়ারম্যান, জেলা পরিষদ, পটুয়াখালী ; জনাব আলহাজ্ব কাজী আলমগীর, সভাপতি, জেলা আওয়ামী লীগ, পটুয়াখালী; জনাব আবদুল মান্নান, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, পটুয়াখালী; জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, উপ-বন সংরক্ষক, বিভাগীয় বন কর্মকর্তা, পটুয়াখালী; অতিরিক্ত পুলিশ সুপার, পটুয়াখালী; জনাব মহিউদ্দিন আহম্মেদ, মেয়র, পটুয়াখালী পৌরসভা; জনাব অ্যাডভােকেট গােলাম সরােয়ার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পটুয়াখালী সদর সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তাগণ শ্রদ্ধাভরে স্মরণ করেন হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি বাংলাদেশে প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছিলেন। একইসাথে মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষ রোপনের এই কর্মসূচিকে সাফল্যমন্ডিত করার জন্য সকলকে একযোগে কাজ করারও আহবান জানানো হয়। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ডিসি মঞ্চ প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন।