জিয়াউল কবীর স্বপন ব্যুরোপ্রধান,(রাজশাহী): দেশবরেণ্য রাজ কন্ঠশিল্পী এন্ড্রু কিশোর চির বিদায় পর চির সমাহিত হলেন রাজশাহী সিটি গীর্জার সন্নিকটস্থ করবস্থানে। প্রিয়শিল্পীকে কবরস্থানে শায়িত করার পূর্বে খ্রিষ্টীয় রীতিতে (মুসলমানদের অনুরুপ) অন্তোষটিক্রিয়া ও প্রার্থনা করা হয়। বরিশাল হতে আগত ফাদার বিশপ সৌরভ এতে নেতৃত্ব দান সহ প্রার্থনা করেন।
জাতির রত্ন এ শিল্পীকে নগরীর সিটি গীর্জায় এনে রাখা হলে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হতে দেখা যায়। স্ত্রী লিপিকা এন্ড্রু,মেয়ে মিনিম এন্ড্রু সংজ্ঞ, ছেলে জয় সপ্তক এন্ড্রু, বোন ডা: শিখা বিশ্বাস,দুলাভাই ডা: প্যাট্রিক বিপুল বিশ্বাস সহ সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভক্ত,অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা চরম ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেমন মসজিদের পাশে শায়িত হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন ঠিক তেমনি প্রিয় এ শিল্পী তার প্রিয় মাতৃভূমির গীর্জার পাশে শায়িত হতে চেয়েছিলেন যা আজ হয়ে গেল। দুলা ভাই ডা: বিপুলের নিকট ২০১৭ ইং সালে এ ইচ্ছা জানিয়েছিলেন তিনি। গীর্জায় প্রবেশ পর বাম পাশে প্রিয় শিল্পীকে শায়িত করা হয় যেখানে আগে থেকেই শুয়ে আছেন তার মা মিনু বাড়ৈ ও পিতা মিতিল বাড়ৈ বলে ডা: বিপুল গনমাধ্যম কর্মীদের জানান।
উল্লেখ্য ১৫ হাজার গানে কন্ঠ দানকারী এ শিল্পী গত ৬ ই জুন মৃত্যুবরন করলে প্রবাসী ছেলে,মেয়ের অপেক্ষায় তাকে রাজশাহী মেডিকেল কলেজের হিমাগারে রাখা হয়। অস্ট্রেলিয়া হতে ছেলে,মেয়ে এসে পৌঁছার পর আজ বুধবার দুপুরে সবার প্রিয় শিল্পী এন্ড্রু কিশোরকে চির শায়িত করন সুসম্পন্ন হয়।