নিজস্ব প্রতিবেদকঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, কুরবানি হচ্ছে ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হযরত ইব্রাহিম আঃ এর অন্যতম স্মৃতিবিজড়িত এবং গুরুত্বপূর্ণ ত্যাগ ও কুরবানী মহামান্বিত একটি ইবাদত। কুরবানী সাধারণ দান-সাদাকার মত কোন বিধান নয় এবং কুরবানীর বিকল্পও কিছু নেই। যারা করোনাসহ বিভিন্ন সমস্যার কথা বলে ইসলামের একটি গুরুত্বপূর্ণ আমল কুরবানিকে নিরুৎসাহিত করতে চায় তাদের ব্যাপারে সবাইকে সাবধান থাকতে হবে। যাদের ওপর কুরবানি ওয়াজিব তাদেরকে আসন্ন ঈদুল আযহায় যথাযথভাবে পশু কুরবানি দিতে হবে।
তিনি বলেন, র্দুর্নীতির মহামারিতে দেশের স্বাস্থ্য ব্যবস্থা আজ বিপর্যস্ত। রাজধানী ঢাকার অন্যতম আবাসিক এলাকা জাপান গার্ডেন মোহাম্মদপুর আবাসিক এলাকায় এবছর কুরবানির পশু ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছে জাপান গার্ডেন সিটির কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের অজুহাতে এধরণের সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার কারো নেই। ইসলামবিরোধী এধরণের সিদ্ধান্ত নেয়া ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ। স্বাস্থ্যবিধি মেনে কোরবানি করলে তাতে কোনো সমস্যা নেই, এমনটা বলে আসছেন বিশেষজ্ঞরা।
পীর সাহেব চরমোনাই বলেন, তবে আবাসিক এলাকাটির এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন ধর্মপ্রাণ মানুষ। তারা বলছেন, কোরবানির পশু জবাই নয়, মুসলমানদের জন্য এটা একটা ইবাদত। স্বাস্থ্যবিধি মেনে যেখানে সারাদেশেই কুরবানি হবে, সেখানে জাপান গার্ডেন সিটির আলাদা সিদ্ধান্ত নেয়ার কতটুকু যৌক্তিকতা আছে? আমরা মনে করছি এটা চরম ধৃষ্টতা এবং আমাদের ধর্মীয় স্বাধীনতায় আঘাত।