মোঃ রাসেল হোসাইন বরগুনা সংবাদ দাতাঃ এবার দ্বিতীয় ধাপে এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পুত্র সুনাম দেবনাথের নিজ হাতে আঁকা দ্বিতীয় চিত্রকর্মটি নিলামে তোলা হয়েছে। ছবিটি আঁকা হয়েছে ১৫ x ২২ ইঞ্চি ক্যানভাসে। ছবিটি Water ও Acrylic রঙে আঁকা হয়েছে। সুনাম দেবনাথ বরগুনা-১ আসনের সাংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপির পুত্র।
তিনি বরগুনা জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। নিলামের দ্বিতীয় চিত্রকর্মটি এর আগেও মঙ্গলবার (৭ জুলাই) এ্যাডভোকেট সুনাম দেবনাথের হাতে আঁকা আরও একটি চিত্রকর্ম নিলামে তোলা হয়। পরে তা ৭ হাজার টাকায় স্থানীয় এক ব্যাবসায়ী জনাব নজরুল ইসলাম কিনে নেয়। ছবিটি বিক্রির পুরো অর্থ বরগুনা জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় ‘হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা’ মেশিন কেনার জন্য ব্যায় করা হবে। সুনাম দেবনাথ: নিলামের প্রথম ছবিটি আকাঁর সময় এ প্রসঙ্গে সুনাম দেবনাথ বলেন, আমরা অদৃশ্য শত্রু করোনার বিরুদ্ধে যুদ্ধে নেমেছি। আমাদের সবার উচিত নিজ সাধ্যমত এগিয়ে আসা। যদিও আমি কোন প্রশিক্ষণপ্রাপ্ত চিত্রশিল্পী না, অনলাইনে এবং নিজে নিজে এ পর্যন্ত এসেছি। জানিনা আমার আঁকা কেমন হয়, তবুও আমার আঁকা পছন্দ করায় সকলের কাছে কৃতজ্ঞ। সুনাম দেবনাথের নিজ হাতে আঁকা প্রথম ছবিটি নিলামে ৭ হাজার টাকায় বিক্রি হয়েছিল। তার আঁকা দ্বিতীয় চিত্রকর্মটিও নিলামে তোলা হয়েছে। ছবিটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৫০০ টাকা দাম বলা হয়েছে।
উল্ল্যেখ্য, এই ছবিটির নিলামের অর্থও বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের সংকটাপন্ন করোনা রোগীদের চিকিৎসায় ‘হাই ফ্লো ন্যাসেল ক্যানোলা মেশিন’ ক্রয়ের জন্য ব্যায় হবে। নিলামে যিনি বিজয়ী হবে নিলাম শেষে তার নাম ও ছবি প্রকাশ করা হবে। প্রসঙ্গত, অদৃশ্য শত্রু করোনার বিরুদ্ধে সবাই যেন সমানভাবে লড়াই চালিয়ে যেতে পারেন সেজন্য অসহায়দের পাশে দাড়িয়েছে অনেকেই। ঘরে বসেই তারকারা নানাভাবে অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। অসহায় মানুষের জন্য নিলামে তুলেছেন নিজের প্রিয় জিনিসগুলো। কেউবা নিজের সেঞ্চুরি হাঁকানো ব্যাট, কেউ আবার প্রথম অ্যালবামের গীতিকথা। কেউই যেন থেমে নেই, যে যার সাধ্যমত ঘরে বসেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে ঘরে বসে। এবার নিলামের খাতায় নাম লেখালেন বরগুনার এমপিপুত্র সুনাম দেবনাথ