সব
facebook apsnews24.com
উজিরপুরের ওটরায় সংস্কারের অভাবে রাস্তাঘাটের বেহাল দশা, বাড়ছে ঝুঁকি! - APSNews24.Com

উজিরপুরের ওটরায় সংস্কারের অভাবে রাস্তাঘাটের বেহাল দশা, বাড়ছে ঝুঁকি!

উজিরপুরের ওটরায় সংস্কারের অভাবে রাস্তাঘাটের বেহাল দশা, বাড়ছে ঝুঁকি!

জালিছ হোসেন তন্ময়, উজিরপুরঃ সংস্কারের অভাবে অযত্নে অবহেলায় পরে আছে অনেক বছরের পুরনো,সবার কাছে পরিচিত উজিরপুরে ওটরা ইউনিয়নের সোনার বেগুন ও চকমান গ্রামের মধ্য দিয়ে চলে যাওয়া পাকা রাস্তা৷ এককালে পুরো এলাকার একমাত্র নির্ভরযোগ্য রাস্তা আজ অবহেলায় পরে আছে গত পাঁচ বছর ধরে৷ এ এলাকায় কয়েক হাজার পরিবার মানুষের বসবাস হওয়া সত্ত্বেও রাস্তাঘাটের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই৷ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুজনেই ক্ষমতাসীন দলের হয়েও উন্নয়নের মহাসড়কে নেই তাদের বিচরণ, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের৷ ধারাবাহিক তিন বারের রাষ্ট্রীয় ক্ষমতায় বর্তমান ক্ষমতাশীন দল আওয়ামী লীগ সরকার থাকলেও এই এলাকার যোগাযোগ ব্যবস্থায় আসেনি ইতিবাচক পরিবর্তন এমনটাই মনে করছেন উজিরপুর উপজেলার চকমান ও সোনার বেগুন গ্রামের সাধারন গ্রামবাসী৷ উজিরপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা দুটি দিনে দিনে হচ্ছে অবহেলিত ও সুবিধা বঞ্চিত এমনটাই ধারণা এখানকার বসবাসরত সাধারণ মানুষের। এ এলাকায় রয়েছে স্কুল, মাদ্রাসা সহ বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এই এলাকার অধিকাংশ মানুষ ই কৃষি, মৎস নির্ভর। তাই এখানকার রাস্তাঘাট দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের শস্য ও মাছ বোঝাই যানবাহন চলাচল করে৷ কিন্তু রাস্তাঘাটের বেহাল দশার কারনে এখানে যানবাহন চলাচল করাটা বর্তমানে দুষ্কর হয়ে পরেছে৷ সরকারের ক্ষমতার ১২ বছরেও চোখে পড়ার মতো কোন উন্নয়ন দেখেননি এখানকার এলাকাবাসী। এই নিয়ে জনমনে নানান প্রশ্ন আর হতাশা থাকলেও আশার আলো দেখাতে পারেনি স্থানীয় প্রতিনিধি বা ক্ষমতাশীন দলের নেতারা। আবার অনেকেই প্রতিশ্রুতি দিলেও সময়ের সাথে আর প্রতিশ্রুতি আলোর মুখ দেখেনি। বর্তমান সরকার ক্ষমতা আসার পরে আসেনি বড় কোনো প্রজেক্ট। যোগাযোগ ক্ষেত্রে আসেনি সামান্যতম দৃশ্যমান পরিবর্তন। এরই সাথে ওটরা হাটখোলা বাজার থেকে চকমান মাদ্রাসা পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা নিয়ে জনমনে তৈরি হয়ে চাপা ক্ষোভ। এ রাস্তাটির সংস্কারকাজ বন্ধ রয়েছে অনেক আগে থেকেই। কবে শেষ রাস্তা সংস্কার হয়েছিলো জানেন না এ এলাকার বাসিন্দারা। এই রাস্তাটিতে বড় ধরনের সংস্কারের চাহিদা থাকলেও নেই কোন দৃশ্যমান অগ্রগতি। বাধ্য হয়েই শিশু, নারী , শিক্ষার্থীসহ নানা বয়সের মানুষকে ঝুঁকি নিয়েই রাস্তায় চলাচল করতে দেখা যায়। রাস্তাঘাটের বেহাল দশার কারনে অনেক সময় জরুরি কারনেও এলাকার বাহিরে যাওয়া সম্ভব হয় না এখানকার বাসিন্দাদের। অসুস্থ রোগীকে হাসপাতালে পৌছাতেও হতে হয় ভোগান্তির শিকার। এই ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সামাজিক কর্মীসহ কলেজ পড়ুয়া শিক্ষার্থী তিনি এপিএস নিউজ২৪”কে জানান যে, বর্তমান সরকার ক্ষমতার একযুগ পেরিয়ে গেলেও উল্লেখযোগ্য তেমন কোন প্রকার উন্নয়ন চোখে দেখা হয়নি। তিনি মনে করেন এলাকাবাসীর জন্যে উন্নয়ন শুধু একটি শব্দই মাত্র, উন্নয়ন ভোগের সৌভাগ্য এলাকাবাসীর হয়নি ১২ বছরেও। স্থানীয় সচেতন নাগরিক মনে করেন ক্ষমতার পালাবদলের ফলে সুবিধা ভোগ করে কিছু সংখ্যক মানুষ। সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন সোনার হরিণ হয়েই রয়ে গেলো। ধারবাহিক উন্নয়ন আর প্রতিশ্রুতি বাস্তবায়ন করে জনপ্রতিনিধিদেরকে আগামী দিনে জনগণের পাশে থাকার আহবান সাধারণ মানুষের।

আপনার মতামত লিখুন :

পুরোনো প্রেম ভুলবার নিনজা টেকনিক

পুরোনো প্রেম ভুলবার নিনজা টেকনিক

আইপিএলে মুস্তাফিজুর রহমানের সময়টা দীর্ঘ হচ্ছে কি! নাকি ফেরত আনবে বিসিবি

আইপিএলে মুস্তাফিজুর রহমানের সময়টা দীর্ঘ হচ্ছে কি! নাকি ফেরত আনবে বিসিবি

চেন্নাইয়ের হয়ে অভিষেকেই বাজিমাত, ম্যাচসেরা মোস্তাফিজ

চেন্নাইয়ের হয়ে অভিষেকেই বাজিমাত, ম্যাচসেরা মোস্তাফিজ

শক্তিমান অভিনেতা সব্যসাচী হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি

শক্তিমান অভিনেতা সব্যসাচী হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি

সরকার এর বেঁধে দেওয়া দামে মিলছে না নির্ধারিত পণ্য

সরকার এর বেঁধে দেওয়া দামে মিলছে না নির্ধারিত পণ্য

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার নিপুণ প্যানেলের সভাপতি মাহমুদ কলি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার নিপুণ প্যানেলের সভাপতি মাহমুদ কলি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj