সব
facebook apsnews24.com
বিনয়ী এমপির আচরণে নিরাপদ মানুষ - APSNews24.Com

বিনয়ী এমপির আচরণে নিরাপদ মানুষ

বিনয়ী এমপির আচরণে নিরাপদ মানুষ

নিশাত মাহমুদ, গলাচিপা প্রতিনিধি

বিনয় মানুষের ভদ্রতার পরিচায়ক। একজন ব্যক্তি অভিজাত কিনা সেটা তার বিনয় দেখেই বুঝা যায়। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সে হিসাবে তাকে যে সমস্ত মানবিক গুণাবলী দেয়া হয়েছে, বিনয় তার মধ্যে অন্যতম। বিনয়ের বিপরীত শব্দ অহংকার। বিনয় বাদ দিলে একজন মানুষ হয় অহংকারী । অহংকারী ব্যক্তির আচরণ আক্রমনাত্মক। মানুষের অফেন্স হলো অহংকার আর বিনয় হচ্ছে ডিফেন্স। আক্রমনাত্মক ব্যক্তি সব সময় অশান্তির খোঁজ করে পক্ষান্তরে রক্ষণাত্মক ব্যক্তি শান্তির অনুকূল।

এমই একজন বিনয়ী মানুষের উজ্জল দৃষ্টান্ত পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু । একজন সংসদ সদস্য হয়েও নিজ নির্বাচনী এলাকার জনগণের সাথে কতটা বিনয়ের সাথে কথা বলা যায় সেটার দৃষ্টান্ত এই এমপি। সাধারণ মানুষের সাথে কথা বলেন বিনয়ের সাথে। ছেলের বয়সি ছেলেটার সাথে কথা বলেন আপনি করে । ছোট বাচ্চা ছেলেটাকেও আপনি করে বলেন। ভুলেও মুখ থেকে তুই তুমি শব্দাটা শোনা যায় না।
বিরক্ত হন না কোন কাজেই। গ্রাম বাংলায় একটা প্রচলিত কথা আছে । যে ভোটের আগে ভাই ভাই ,ভোটের পরে ভাই নাই । কথাটা সাধারণত ভোটাররা বলে থাকেন নির্বাচনের পর একজন জনপ্রতিনিধি ভোটারদের খোঁজ নেননা সে কারণে। কিন্তু এমপি শাহজাদার বেলায় একেবারেই উল্টো। সাধারণ জনগণের কথা শোনার জন্য তিনি গুরুত্বপূর্ণ অনেক সময় ব্যয় করে থাকেন। যেখানে শোনা যায় কোন এমপির ফোনে অপরিচিত কোন ফোন নাম্বার থেকে কল গেলে রিসিভ করেন না বা মানুষ এমপিকে ফোন দিতে ভয় পায় সেখানে অপরিচিত কোন সাধারণ মানুষও ফোন করেন তাহলে তাঁর সাথেও কথা বলেন এমপি শাহজাদা গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে। ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে না পানলেও পরে আবার কল বেক করে কথা বলেন। শোন সমস্যার কথা। ফিরিয়ে দেননা কাউকে। সবার কথাই মন দিয়ে শোনেন। চেষ্টা করেন সমস্যা সমাধানের জন্য। সম্ভব না হলে বিনয়ের সাথে বুঝিয়ে বলেন। নিরাস করেন না। সাধারণ জনগণের মাঝে প্রচলিত নিয়ম অনুযায়ী একটা ভীতি কাজ করে। এমপি মানেই ভয়। এমপি মনেই ক্ষমতার দাপট। এমপি মানে তাঁর সামনে ভয়ে দাড়িয়ে কথা বলা যাবে না এমন কিছু। কিন্তু তিনি এক ব্যতিক্রমী সাংসদ। যার সাথে সবাই কথা বলেন প্রাণ খুলে ও হাসি মুখে। তিনি জনগণের সাথে আচরণ করেন একজন সাধারণ মানুষের মতো।এমপির মতো নয়। মাঝে মাঝে ভুলে যান তিনি এমপি। এলাকায় আসলে সাধারণ মানুষের সাথে বসে পরেন চায়ে দোকানে। জনগণের সাথে চায়ের কাপে আড্ডায়। এলাকার ছোট ছোট শিশুদের সাথে নেমে পরেন খেলার মাঠে। শিশুদের আনন্দ দেয়ার চেষ্টা করেন। এ যে সততার বহি:প্রকাশ। কখনও আবার দেখা যায় গাড়ি ও পুলিশি প্রোটকল ছাড়া নেতাকর্মীদের নিয়ে রাস্তায় হেটে বেড়াচ্ছেন। মানুষের সাথে হাত মেলাচ্ছেন ও হাটতে হাটতে কথা বলছেন। যা কেবল একজন নম্র ভদ্র ও বিনয়ী জনপ্রতিনিধির পক্ষেই সম্ভব।

ইদানিং দেখা যাচ্ছে আমাদের সমাজে পেশী শক্তির প্রাদূর্ভাব যত বাড়ছে, বিনয়ের কদর তত কমছে। বতর্মান সময়ে বিনয়ী জনপ্রতিনিধি যখন খুঁজে পাওয়া কঠিন ঠিক সেই সময়ে পটুয়াখালী-৩ আসনের এমপি এস এম শাহজাদা সাজু বিনয়ী জনপ্রতিনিধি হিসেবে এক উজ্জল নক্ষত্র।

আপনার মতামত লিখুন :

পুরোনো প্রেম ভুলবার নিনজা টেকনিক

পুরোনো প্রেম ভুলবার নিনজা টেকনিক

আইপিএলে মুস্তাফিজুর রহমানের সময়টা দীর্ঘ হচ্ছে কি! নাকি ফেরত আনবে বিসিবি

আইপিএলে মুস্তাফিজুর রহমানের সময়টা দীর্ঘ হচ্ছে কি! নাকি ফেরত আনবে বিসিবি

চেন্নাইয়ের হয়ে অভিষেকেই বাজিমাত, ম্যাচসেরা মোস্তাফিজ

চেন্নাইয়ের হয়ে অভিষেকেই বাজিমাত, ম্যাচসেরা মোস্তাফিজ

শক্তিমান অভিনেতা সব্যসাচী হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি

শক্তিমান অভিনেতা সব্যসাচী হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি

সরকার এর বেঁধে দেওয়া দামে মিলছে না নির্ধারিত পণ্য

সরকার এর বেঁধে দেওয়া দামে মিলছে না নির্ধারিত পণ্য

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার নিপুণ প্যানেলের সভাপতি মাহমুদ কলি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার নিপুণ প্যানেলের সভাপতি মাহমুদ কলি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj