নিজস্ব প্রতিবেদক
বিতর্কের মুখে অবশেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে স্থগিত করা হচ্ছে বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপনির্বাচনসহ প্রায় অর্ধশত স্থানীয় সরকার নির্বাচন।
শনিবার (২১ মার্চ) বিকেলে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে নির্বাচন কমিশন। আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বন্ধের দাবি তোলা হয় বিভিন্ন মহল থেকে। যদিও কমিশন তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে।
তীব্র বিতর্কের মুখে অবশেষে শনিবার বেলা সাড়ে ১১টায় এ নিয়ে জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে সব ধরনের ভোট স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হয়।
এপিএসনিউজ/ফাহো