নিজস্ব প্রতিবেদক
করোনা মহামারির এই প্রতিকূল সময়েও যারা অাজকের সিনেট অধিবেশনে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু সময় স্বল্পতা রয়েছে তাই সংক্ষেপে কয়েকটি ছোট বিষয়ে মাননীয় উপাচার্য ও সকল সিনেট সদস্যের দৃষ্টি অাকর্ষণ করবো। মাননীয় উপাচার্য, দীর্ঘ ২৮ বছর পর অাপনার সময়েই নানা প্রতিকূলতা, প্রতিবন্ধকতা থাকার পরও ছাত্র রাজনীতির ঐহিত্য ডাকসু নির্বাচন হয়েছে,সিনেটে ছাত্র প্রতিনিধি নিশ্চিত হয়েছে। গত ২৩ শে মার্চ ডাকসুর ১ বছরের মেয়াদ শেষ হলেও যথাসময়ে নির্বাচনটি সম্পন্ন হয়নি, যদিও date extend বিধি-বিধান অাছে। ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা নিয়ে সিনেটের সকলের দৃষ্টি অাকর্ষণ করে অাপনার কাছে জানতে চাচ্ছিলাম। দ্বিতীয়ত, কোভিড-১৯ এর মধ্যেও প্রভোস্ট কমিটির মিটিংয়ে হলগুলোতে অছাত্র-বহিরাগতমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি খুবই শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে এর অাগেও ৩/৪ বার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রভোস্ট কমিটি বার বার সিদ্ধান্ত নিয়েও কেন তা বাস্তবায়ন করতে পারছে না। তৃতীয়ত, করোনা মহামারির এ সময়ে প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ অাছে।ছাত্র-শিক্ষকরা শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারছে না। অনেকে অনলাইনে শিক্ষা কার্যক্রম, ক্লাস চালু করার কথা বলছে, কয়েকজন সিনেট সদস্যও E-Learning এর বিষয়ে মতামত দিয়েছে। বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান শহরকেন্দ্রিক হলেও অামরা জানি বেশীরভাগ শিক্ষার্থীই গ্রামের। অবকাঠামোর অবস্থা, দুর্বল নেটওয়ার্ক, মানসম্মত ডিভাইজের অপ্রতুলতা বিবেচনায় অনলাইনে শিক্ষা-কার্যক্রম চালানো খুবই ডিফিকাল্ট। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নিজেদের প্রতিষ্ঠানের কথা ভেবে সমগ্র শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এটি নিয়ে শিক্ষামন্ত্রনালয়কে একটি কার্যকর প্রস্তাবনতা দিতে পারে কি না ? কথা শেষ করতে বলা হলে, অামার শেষ, এক লাইনেই শেষ করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান নিয়ে অনেক অালোচনা হয়, বিশেষ করে যখন বিভিন্ন সংস্থার র্যাংকিং প্রকাশিত হয়, দেশের বিভিন্ন উল্লেখযোগ্য ব্যক্তিও এটি নিয়ে কথা বলেন, সাজেশন দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। সকলের কাছে এই বিশ্ববিদ্যালয়ের একটি অন্যরকম গ্রহণযোগ্যতা থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় যতটা রাজনৈতিক কিংবা ইতিহাস-ঐহিহ্যের কারণে অালোচিত, গ্রহণযোগ্য শিক্ষার মান ও গবেষণার ক্ষেত্রে অার্ন্তজাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয় তেমন অবস্থানে বা পরিচিত নয়। এ বিষয়ে একটি কার্যকর পদক্ষেপ নেওয়ার অাহ্বান জানাচ্ছি।