এপিএস নিউজ ডেস্ক
দেশে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জরুরি অবস্থা জারির জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী। তারা হলেন- মোহাম্মদ শিশির মনির, আসাদুজ্জামান ও জুবায়ের রহমান।
বৃহস্পতিবার দুপুরে এ আবেদনের কথা জানা গেছে।
বিশ্বব্যাপী ২ লাখ ১৯ হাজার ৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে আজ পর্যন্ত মারা গেছে ৮ হাজার ৯৬১ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৫ হাজার ৬৭৩ জন। পরিস্থিতি মোকাবিলায় অনেক দেশেই জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেকারণে এই বৈশ্বিক সমস্যা মোকাবেলায় জরুরী অবস্থা বাংলাদেশে ও জারি করতে নিবেদন করেছেন।
বাংলাদেশে আজকে পর্যন্ত ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। মারা গেছেন ১ জন।
বিস্তারিত জানতে চোখ রাখুন…..