এপিএস নিউজ ডেস্ক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে শরিয়তপুর বিচার বিভাগ মাননীয় জেলা ও দায়রা জজ এর নেতৃত্বে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানিয়েছেন । উক্ত উদযাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিচারক (জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, শরিয়তপুর, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, এবং অন্যান্য বিচারকবৃন্দ। এছাড়া বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত, মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাস স্মরণ এবং নানা আয়োজনের মধ্য দিয়ে জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়।
মূল অনুষ্ঠানকে ঘিরে সোমবার সন্ধ্যার পর থেকেই রাজধানী ঢাকাসহ সারাদেশ রঙিন হয়ে উঠেছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সহ অফিস- আদালত, ব্যাংক-বীমা সরকারি দফতর থেকে শুরু করে বিভিন্ন অভিজাত হোটেল, নগরের অলি-গলিতে অবস্থিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কার্যালয় বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। রাস্তার দু’পাশ ও মোড়ে-মোড়ে শোভা পাচ্ছে বিদ্যুৎ-বাল্বের বাহারি রঙয়ের আলোর ঝলকানি।
তার সঙ্গে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টকেও বর্ণিল সাজে সাজানো হয়েছে। এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এপিএস নিউজ/টি আই এন