এপিএস নিউজ ডেস্ক
ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। শনিবার বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতিত্ব করছেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠক চলছে।
দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ঈদুল ফিতর সোমবার-বৈঠক শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছেন।
দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা জানাতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। টেলিফোন নম্বরগুলো হলো, ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।
আজ চাঁদ দেখা গেলে আগামীকাল পালিত হবে ঈদুল ফিতর। না হলে পরদিন সোমবার ঈদ হবে। তবে আজ চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ গতকাল সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যায়নি।
এপিএস/২৩মে/পিটিআই/মিজান