সব
facebook apsnews24.com
মুস্তাফিজের অস্ত্রে বিশ্বাস রাখছে চেন্নাই সুপার কিংস - APSNews24.Com

মুস্তাফিজের অস্ত্রে বিশ্বাস রাখছে চেন্নাই সুপার কিংস

মুস্তাফিজের অস্ত্রে বিশ্বাস রাখছে চেন্নাই সুপার কিংস

শুরু থেকে মুস্তাফিজকে বাজিয়ে দেখতে চায় চেন্নাই
পারফরম্যান্সে ঠিক আগের ধারটা না থাকলেও টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে শুরু থেকে বাজিয়ে দেখতে চায় চেন্নাই সুপার কিংস। অবশ্য দলের আরেক বিদেশি পেসার মাথিশা পাথিরানার ইনজুরিও তাকে সুযোগ করে দিচ্ছে।

আইপিএলের ১৭তম আসরের শুরু থেকে মুস্তাফিজকে চেন্নাই খেলাতে চায় বলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন চেন্নাইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

সময়টা ভালো যাচ্ছে না মুস্তাফিজের। ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বেশ খরুচে ছিলেন এ পেসার। ১০.৯২ ইকোনমি রেটে উইকেট নিয়েছেন মাত্র ২টি। এরপর তো ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে দলে জায়গাই হয়নি তার। ছন্দ হারানো এ বোলারের তাই আইপিএলে চেন্নাইয়ের একাদশে সুযোগ পাওয়া নিয়েও দেখা দিয়েছিল শঙ্কা। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটির অতীত অভিজ্ঞতাও তাই বলে। যেখানে বাংলাদেশি ক্রিকেটাররা বার বারই উপেক্ষিত। তবে মুস্তাফিজকে বাজিয়ে না দেখে বসিয়ে রাখতে চায় না চেন্নাই। দলটির টিম ম্যানেজমেন্টের বিশ্বাস, মুস্তাফিজের বৈচিত্র্যময় বোলিং (স্লোয়ার ও কাটার) চেন্নাইয়ের পিচে বেশ কার্যকর হতে পারে।

এ ব্যাপারে টাইমস অব ইন্ডিয়াকে চেন্নাইয়ের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘ফিজ ২০ মার্চ ক্যাম্পে যোগ দেবে। র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগেই আমরা ওকে পাচ্ছি। সে জানে, তাকে কী করতে হবে। আমরাও দেখব সে কেমন করে।’

এদিকে লঙ্কান পেসার পাথিরানার ইনজুরিও মুস্তাফিজকে শুরু থেকে একাদশে জায়গা করে নেয়ার সুযোগ করে দিচ্ছে। গত ৬ মার্চ বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন গত বছর চেন্নাইয়ের শিরোপা জয়ের পথে ১২ ম্যাচে ১৯ উইকেট নিয়ে অবদান রাখা পাথিরানা। সুস্থ হয়ে তার মাঠে ফিরতে বেশ কয়েক সপ্তাহ লেগে যাবে। তার ওপর সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় তাকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চায় না শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

পাথিরানার ব্যাপারে চেন্নাইয়ের কর্মকর্তা বলেন, ‘ওকে কবে থেকে পাওয়া যাবে, তা নিশ্চিত হতে এসএলসির সঙ্গে আমাদের কথা বলতে হবে। সে আমাদের অন্যতম প্রধান বোলার। তবে এ ধরনের ঘটনা (চোটে পড়া) ঘটতেই পারে।’

আইপিএলের ১৭তম আসরের পর্দা উঠবে আগামী ২২ মার্চ। উদ্বোধনী ম্যাচে র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মোকাবিলায় মাঠে নামবে চেন্নাই। শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ মার্চ সিরিজের তৃতীয় ওয়ানডে শেষে জাতীয় দলের ব্যস্ততা কেটে যাবে মুস্তাফিজের। কারণ দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে থাকছেন না তিনি। তাই আইপিএলের শুরু থেকে তাকে নিজেদের ডেরায় পাচ্ছে চেন্নাই।

গত বছরের ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত নিলামে মুস্তাফিজকে ২ কোটি রুপিতে কিনে নেয় চেন্নাই। এবারের আসরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার তিনিই। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলছেন এ টাইগার পেসার। সব মিলিয়ে ৪৮ ম্যাচে ৭.৯৩ ইকোনমি রেটে ৪৭ উইকেট নিয়েছেন ‍তিনি।

আপনার মতামত লিখুন :

পুরোনো প্রেম ভুলবার নিনজা টেকনিক

পুরোনো প্রেম ভুলবার নিনজা টেকনিক

আইপিএলে মুস্তাফিজুর রহমানের সময়টা দীর্ঘ হচ্ছে কি! নাকি ফেরত আনবে বিসিবি

আইপিএলে মুস্তাফিজুর রহমানের সময়টা দীর্ঘ হচ্ছে কি! নাকি ফেরত আনবে বিসিবি

চেন্নাইয়ের হয়ে অভিষেকেই বাজিমাত, ম্যাচসেরা মোস্তাফিজ

চেন্নাইয়ের হয়ে অভিষেকেই বাজিমাত, ম্যাচসেরা মোস্তাফিজ

শক্তিমান অভিনেতা সব্যসাচী হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি

শক্তিমান অভিনেতা সব্যসাচী হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি

সরকার এর বেঁধে দেওয়া দামে মিলছে না নির্ধারিত পণ্য

সরকার এর বেঁধে দেওয়া দামে মিলছে না নির্ধারিত পণ্য

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার নিপুণ প্যানেলের সভাপতি মাহমুদ কলি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার নিপুণ প্যানেলের সভাপতি মাহমুদ কলি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj