সব
facebook apsnews24.com
ইতিহাস গড়ে পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে মরক্কো - APSNews24.Com

ইতিহাস গড়ে পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে মরক্কো

ইতিহাস গড়ে পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে মরক্কো

কাতার বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটিয়ে চলেছে মরক্কো। চলতি বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে পর্তুগালকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে আফ্রিকান প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল মরক্কো। জয় নির্ধারণী একমাত্র গোল করেন ইউসুফ আন নাসেরি।

আল থুমামা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে পর্তুগাল একচ্ছত্র আধিপত্য বিস্তার করলেও আক্রমণে এগিয়ে ছিল মরক্কান ফুটবল দলটি। পুরো ম্যাচের কেবল ২৬ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে সক্ষম হয়েছে আফ্রিকান দলটি। আর পর্তুগালের গোলবারে মোট শট নিয়েছে তিনটি। এতে গোলের দেখা পেয়েছে একটি।

অন্যদিকে পুরো ম্যাচের ৭৪ শতাংশ সময় জুড়ে নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে সক্ষম হয় পর্তুগালের ফুটবলাররা। আর মরক্কোর গোলবার বরাবর শট নিতে পেরেছে মোট তিনটি। কিন্তু পায়নি গোলের দেখা।

সেমিফাইনালে উঠার মিশনে খেলতে নেমে ম্যাচের শুরুর দিকে আক্রমণাত্মক ফুটবল খেলে পর্তুগাল। অন্যদিকে মরক্কো সময় বাড়ার সঙ্গে সঙ্গে গুছানো ফুটবল খেলতে থাকে মরক্কো। অতপর ম্যাচের ৪২তম মিনিটে দুর্দান্ত এক হেডে পর্তুগালের জালে বল জড়িয়ে দেন মরক্কোর ইউসুফ আন-নেসিরি।

প্রথমার্ধের একদম অন্তিত মুহূর্তে সমতায় ফেরার সুযোগ পায় পর্তুগিজরা। কিন্তু ৪৫তম মিনিটে তাদের দুর্ভাগ্য হয়ে আসে বারে বল লেগে যাওয়া। দালতের ফ্লিক থেকে বল পেয়ে ব্রুনো ফার্নান্দেজ অসাধারণ এক শট নেন ডান প্রান্ত থেকে। কিন্তু বল পর্তুগিজদের উপরের বারে লেগে ফিরে আসে।

পর্তুগাল একাদশ: (ফরমেশন: ৪-৩-৩)

ছবি: সংগৃহীত।

দিয়েগো কস্তা, রুবেন দিয়াস, পেপে, রাফায়েল গুরাইরো, দিয়েগো দালোত, রুবেন নেভেস, বার্নান্দো সিলভা, ওটাভিও, গঞ্জাসো রামোস, জাও ফেলিক্স ও ব্রুনো ফার্নান্দোস।

মরক্কো একাদশ: (ফরমেশন: ৪-৩-৩)

ইয়াসিনে বৌনৌ, রোমাইন সাইস, জায়েদ আল ইয়ামিক, আতিয়াতাল্লাহ, আশরাফ হাকিমি, সোফিয়ান আম্বারাত, সেলিম আমাল্লা, আজেদিন ওনাহি, ইউসুফ আন নেসারি, সোফিয়ান বৌফাল ও হাকিম জিয়েচ।

আপনার মতামত লিখুন :

থানচিতে পুলিশ সন্ত্রাসী গোলাগুলি, থমথমে পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার অবনতি

থানচিতে পুলিশ সন্ত্রাসী গোলাগুলি, থমথমে পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার অবনতি

ফের বাড়ছে আলু-পেঁয়াজের দাম, স্বস্তি নেই মাছ-মাংসে

ফের বাড়ছে আলু-পেঁয়াজের দাম, স্বস্তি নেই মাছ-মাংসে

স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

দেশে আইনের শাসন না থাকায় নিরপরাধীরা হয়রানির শিকার হচ্ছে- মির্জা ফখরুল

দেশে আইনের শাসন না থাকায় নিরপরাধীরা হয়রানির শিকার হচ্ছে- মির্জা ফখরুল

না ফেরার দেশে রবীন্দ্রসংগীত শিল্পী সাদী মহাম্মদ

না ফেরার দেশে রবীন্দ্রসংগীত শিল্পী সাদী মহাম্মদ

রেলপথ কর্মকর্তাদের ইমার্জেন্সি ডিউটি, ঈদে ছুটি বাতিল

রেলপথ কর্মকর্তাদের ইমার্জেন্সি ডিউটি, ঈদে ছুটি বাতিল

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj