অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা লোপা
২২/১১/২১ খ্রীস্টাব্দ
আগে ডায়েরি লিখার অভ্যেস ছিলো বেশ
মনের সব বলা না বলা কথাগুলো
টুকে রাখতাম তাতে,,
কিন্তু এখন আর লিখতে ইচ্ছে করে না
লিখিও না…!!!
ছিড়ে ফেলেছি ডায়েরির পাতাগুলোকেও,,
যেখানে লিখা ছিলো হাজারও নতুন পুরনো স্বপ্নের কথা,,,,,সুখ দুঃখের কথা…!!!
ছিড়তে পারিনি কেবল আমার মনের পাতা,,
যেখানে জমানো আছে ছোট ছোট ভালোবাসা,,
আবার বিন্দু বিন্দু করে গড়ে ওঠা ব্যথার সাগর,,
অনেক জানা অজানা কথা..!!!
এগুলো রেখে দিয়েছি সব স্তুপাকারে
হোক না সেগুলো পর্বত সম….!!!!
সেগুলো তো একান্তই আমার,,
মাঝে মাঝে ভাবতে কষ্ট হয়
একদিন না একদিন তো পর্বতেরও সমাপ্তি হবে,,,,
হিম শীতল পর্বতেরাও গলে যাবে গাদাগাদি করা
সুখ, দুঃখ, ব্যথা কিংবা ভালোবাসার চাপে…!!!
যেমনই হোক না কেন তবুও তাদের বড় সযত্নে লালন করে রেখেছি হৃদয় কোটরে…!!!