নুরন্নবী সবুজ
“মহামারি প্রতিরোধে হোমিওপ্যাথিক জাতীয় কমিটি “ নামে কমিটি গঠন করা হয়েছে। ডা: এম এ খালেক-কে আহ্বায়ক করে মোট ৭ জন যুগ্ম আহ্বায়ক এবং ৬৩ সদস্য বিশিষ্টি এ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে কুষ্টিয়ার হোমিওপ্যাথি চিকিৎসায় জনপ্রিয় ডা: রিয়াজুল করিম নির্বাহী সদস্য হিসেবে আছেন। পুরো বিশ্ব সহ যখন বাংলাদেশে করোনা মহামারি আকার ধারন করেছে তখন হোমিওপ্যাথি ডাক্তারদের জনস্বার্থে এমন উদ্যোগকে প্রশংসা করেছেন ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট জনেরা।
ডা: রিয়াজুল করিম চিকিৎসাকে সেবা হিসেবে নিয়েছেন বলেই তিনি এপিএসনিউজ২৪.কম এর এক সাক্ষাৎকারে করোনার সময় অধিক সেবার দেবার মনোভাব ব্যাক্ত করেন। তিনি তার কর্মের মাধ্যমে তার সে কথা রক্ষা করে চলছেন।
কমিটির বিষয়ে ডা: রিয়াজুল করিম এর সাথে কথা বললে তিনি বলেন “আমি ব্যাক্তিগত ভাবে চিকিৎসা পেশাকে সেবা হিসেবে নিয়ে সাধ্যমত সেবা দিয়েছি। করোনা সংকটের সময়ও এই দ্বায়িত্ব ভুলে যাই নি। কমিটিতে আশার পর সে কাজ আরো বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়বে। কমিটিতে যারা আছি শুধু তারাই নই আশা করি বাংলাদেশের প্রত্যেক ডাক্তার তার দ্বায়িত্ব পালন করে দেশের এই সংকটময় মুহূর্তে সেবা দিবেন
এপিএস/১৯মে/পিটিআই/নুরন্নবী সবুজ