তালহা জাহিদঃ বরিশালের উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার তালুকদারের জানাযার নামাজ ৩০ জুলাই শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় বামরাইল ইউনিয়নের আটিপারা মঈনুল ফাজিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব ওনার প্রদান করে তার লাশ দাফন করা হয়েছে। প্রশাসনের পক্ষে গার্ড অব ওনার প্রদান করেন এস আই জসিম উদ্দিনসহ সংঙ্গীয় ফোর্স।
জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৯ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া এলাকায় নিজ বাড়ির থেকে ডেকে নিয়ে তাকে নিঃসংশ ভাবে কুপিয়ে হত্যা করে ও পরিবারের সকলকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ লোকজন। পরিবারের সকলে গুরুত্বর আহত হওয়ায় কেউ জানাযায় অংশগ্রহন করতে পারিনি।
এসময়ে উপস্থিত সকলে এমন বর বর হত্যাকান্ডের কঠোর শাস্তি দাবি করেন, সাথে সাথে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার তালুকদারের আত্মার মাগফিরাত কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার (বাচ্চু), উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতী বিশ্বাস, বামরাইল ইউনিয়ন চেয়ারম্যান চেয়ারম্যান ইউসুফ হোসেন হাওলাদার, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াদুদ সরদার, ডেপুটি কমান্ডার হারুন অর রশীদ মুন্সি, মুক্তিযোদ্ধা ডাঃ আ ন ম আব্দুল হাকিম, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ, বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাবু গৌরাঙ্গ লাল কর্মকার, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কবির ‘সহ প্রমুখ।