তালহা জাহিদঃ বরিশাল জেলা পরিষদ কতৃক বানাড়িপাড়ায় উদয়কাঠী সুপারি গাছের সাকো দিয়ে আয়রণ ব্রিজের নামে ১ লক্ষ টাকা লোপাটের ছবি ভাইরালের পরে এখন বানারীপাড়া পৌর এলাকার ৮নং ওর্য়াডের কেরামত আলী ফকিরের ব্যক্তি মালিকানাধীন ২ তালা বিল্ডিংয়ে বরিশাল জেলার পরিষদের কর্তৃক ২০১৬-২০১৭ অর্থ বছরে ১ লক্ষ টাকা ব্যায়ে ‘প্রকল্পের নামঃ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে ও অনুশীলন সাংস্কৃতিক সোসাইটি নাম মাত্র ফলক লাগিয়ে সরকারী টাকা আত্মসাৎ করার সত্যতা পাওয়া যায়। জানা যায় বিল্ডিং মালিক কেরামত আলী ফকিরের ছেলে বানারীপাড়া উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক।
এব্যাপারে সংবাদকর্মীদের অনুসন্ধানী তথ্য প্রমানে একটি ভিডিও’তে দেখা যায়, পৌরসভার ৮ নং ওর্য়াডের ২ তলা বিশিষ্ট এই বাড়িতে একপাশে একাধিক বীমা কোম্পানির কাছে ভাড়া দেওয়া হয়েছে, অপর দিকে অবাক ব্যাপার হলো, জেলা পরিষদে নাম ফলক লাগানো সেই রুমটি পুলিশ সদস্যদের কাছে ভাড়া দেওয়া হয়েছে।
জেলা পরিষদের এমন একের পর এক অনিয়ম ও শুধু মাত্র নাম ফলক লাগিয়ে এমন করে জনসাধারণের হক সেই সরকারি টাকায় কিচ্ছুটি না করে আত্মসাৎ করার ব্যপারটি রীতি মত অবাক করে তুলেছে। এব্যাপারে যাথা যথ ব্যবস্থা গ্রহণে কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বানারীপাড়ার সর্বস্থরের সর্বস্থরের জনগণ।