নরসিংদী প্রতিনিধি :
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের প্রথমদিন থেকেই মাঠে রয়েছেন রায়পুরা উপজেলা প্রশাসন।
সরকারের দেওয়া শার্টডাউনকে কেন্দ্র করে রায়পুরার সাধারণ মানুষকে সচেতনতার পাশাপাশি অসহায় মানুষের দাঁড় প্রান্তে গিয়ে খাদ্য সহায়তা প্রদান করছেন তিনি।
সাম্প্রতিক সময়ে লকডাউন জনিত কারণে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন। এছাড়াও ৩৩৩কল করলে খাদ্য সহায়তা পাচ্ছেন সুবিধা ভোগীরা।
তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (৬জুলাই) শ্রীনগর ইউনিয়নের পান্থশালা এলাকার গুচ্ছ গ্রামে প্রায় অর্ধশত পারিবারের মাঝে খাদ্য সহায়তা প্রধান করেন তিনি।
এসময় তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুদা ও দারিদ্র্যমুক্ত সোনারবাংলা বিনির্মানে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। আমরা দূরের ইউনিয়ন গুলোতে স্ব-শরীরে উপস্থিত হয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি এবং ৩৩৩কল করলেও পেয়ে যাচ্ছে খাদ্য সহায়তা।
তিনি আরো বলেন, এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে আমাদের নিজেদের রক্ষা করতে হলে সচেতনতার বিকল্প নেই। তাই আসুন জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাহিরে না যায় এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলি।
খাদ্য সহায়তা বিতরণী কার্যক্রমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. বোরহান উদ্দিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. বনি আমিন খান, জনস্বাস্থ্য প্রকৌশলী নূরন্নবী, সহকারী প্রকৌশলী ইমদাদুল হক অপূর্ব, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, শ্রীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল ও প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।