বঙ্গবন্ধুর কৈশোর থেকে শুরু করে জননেতা হবার আগ পর্যন্ত প্রত্যেকটি পদক্ষেপকে তুলে ধরতে আইসিটি বিভাগ আয়োজন করছে মুজিব অলিম্পিয়াড।
সোমবার সকালে ভার্চুয়াল অনুষ্ঠানে আমার বঙ্গবন্ধু প্রতিযোগিতায় ১২ জন ও মুজিব অলিম্পিয়াডে সেরা ১০ জন বিজয়ীর নাম ঘোষণা করেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি।
সে সময় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতা বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করবে।
তিনি জানান, নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ১৪ জুলাই’ এর মধ্যে পুরস্কার গ্রহন করতে পারবেন বিজয়ীরা।
আমার বঙ্গবন্ধু প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন:
১. . এ এম এন আকিব, পটুয়াখালী ২. ইসরাত জাহান নূর ইভা, ঢাকা ৩. বণিক বৈশ্য, ঢাকা ৪. মোঃ সাইফুল ইসলাম খান, ঢাকা ৫. চন্দ্রিকা মন্ডল, পিরোজপুর ৬. বিশ্বজিৎ সরকার, গোপালগঞ্জ ৭.সিদরাতাল মুনতাহা, নারায়ণগঞ্জ ৮. শতদল বিশ্বাস, ঝালকাঠি ৯. হাবিবা সুলতানা বৃষ্টি, জয়পুরহাট ১০. দেওয়ান ফারিয়া তাসনিম, শরীয়তপুর ১১. মোসাম্মৎ তোহরা আক্তার তন্নী, নরসিংদী ১২. আফিদ নূর, ঢাকা।
মুজিব অলিম্পিয়াডে বিজয়ীরা হলেন:
১. মোঃ নাজীব আলম, ময়মনসিংহ ২. রাজলক্ষী মন্ডল, বরিশাল ৩. মোঃ মারজু আলম, ঢাকা ৪. আব্দুল্লাহির রাকিব আল হাসান, নেত্রকোণা ৫. সিফাত রাব্বি প্রিয়ম, ঢাকা ৬. মো: কামরুজ্জামান জারিফ, বগুড়া ৭. শেখ মাহের আনসারী মাহিম, ভোলা ৮. তালহা জুবায়ের, গাইবান্ধা ৯. মো: আতিকুল্লাহ, ময়মনসিংহ ১০. সাবিত ইবনে মোয়াজ, বরিশাল।