মহিবুল্লাহ পাটোয়ারী (মহিপুর -কুয়াকাটা) প্রতিনিধি :
মহামারি করোনার প্রকোপরোধে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে পটুয়াখালীর কলাপাড়ায় কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সর্বত্রই ফাঁকা। দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে মানুষের চলাচল নেই বললেই চলে।
অবাধ চলাচলরোধে শনিবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু হাসনাত মোঃশহীদুল হক ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল ।
একইসাথে উপজেলার মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান’র নের্তৃত্বে কঠোর অবস্থানে মাঠে থানা পুলিশ।
এদিকে লকডাউনের ৩য় দিনে দোকান খোলা ও মাস্ক না পরার দায়ে মহিপুর ও আলিপুরে অভিযান পরিচালনা করে ৮ জনকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল। এসময় শহরে সেনাবাহিনীর টহল ছিলো চোখে পড়ার মতো।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোঃশহীদুল হক জানান, সর্বাত্মক লকডাউনের ৩য় দিনেও সরকারি নির্দেশনা কার্যকর করতে সহকারী কমিশনার (ভূমি) ও অফিসার ইনচার্জসহ সবাই একযোগে মাঠে নেমেছি এবং সেনাবাহিনী ও বিজিবির টহল অব্যাহত রয়েছে ।
এসময় অকারণে রাস্তাঘাটে নামার কারণে পথচারী ও দোকানিকে জরিমানাসহ সতর্ক করা হয়েছে। দোকাটপাট বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি মাছ বাজার ও সবজি বাজার কে উন্মুক্ত স্থানে বসার ব্যবস্থা করে দিয়েছি।