আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে লকডাউন মানতে সাধারণ মানুষের মাঝে অনীহা দেখা দিয়েছে। সিলেট নগর জুড়ে মানুষের চলাচল স্বাভাবিক ভাবে দেখা যায়। সাথে চলছে সিএনজি অটোরিক্সা, রিক্সা, টমটম। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সিলেটে সোমবার সকাল ৬টা থেকে ঢিলেঢালা লকডাউন শুরু হয়েছে। ১লা জুলাই সকাল ৬টা পর্যন্ত এসব বিধি-নিষেধ কার্যকর থাকবে। তবে এদিকে সিলেটে নগরীর বড় বড় শপিং-মল, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ রয়েছে।
খাবারের দোকান, হোটেল রেস্তোরা সকাল ৮টা থেকে রাত ৮ টা পর্যন্ত শুধু খাবার বিক্রি করতে দেখা যায়। সিলেট শহরের বিভিন্ন পয়েন্টে রয়েছে পুলিশের ব্যাপক তৎপরতা । পুলিশ চেক পোস্ট বাসিয়ে গাড়ি আটকাতে দেখা যায়