আগামী ১৯ জুন সারা দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি।
বুধবার (১৬ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল ও সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন এ কর্মসূচী ঘোষনা করেন।
কেন্দ্রীয় কর্মসূচী শনিবার সকাল ১১ টায় সোহরাওয়ার্দী উদ্যানে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ভোধন করবেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-বিএলডিপি চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এম. নাজিমউদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
বিবৃতিতে নেতৃবৃন্দ সংগঠনের সকল শাখাকে বৃক্ষরোপন কর্মসূচী সফল করার আহ্বান জানিয়ে বলেন, জলবায়ু ও মাটির গুনে প্রাচীন কাল থেকেই বাংলাদেশ সবুজের সমারোহের জন্য সুপ্রসিদ্ধ। আর এ সমারোহ শুধুমাত্র গাছের সংখ্যাধিক্য সীমাবদ্ধ ছিল না। প্রজাতির বৈচিত্র্যও ছিল। পরিবেশগত ভারসাম্য রক্ষার্থে একটি দেশের আয়তনের শতকরা ২৫ ভাগ এলাকায় বন ভুমি থাকা একান্ত প্রয়োজন রয়েছে। তাই সকলকে বৃক্ষরোপন করা উচিত।