এপিএস নিউজ ডেস্ক
ভারতে করোনায় আক্রান্ত হয়ে একে ত্রিপাঠি নামের সাবেক এক বিচারপতির মৃত্যু হয়েছে। তার করোনার সংক্রমণ ধরা পড়েছিল ২ এপ্রিল। দিল্লির অল ইন্ডিয়া ইনিস্টিটিউ অব মেডিকেল সায়েন্সে (এআইআইএমএস) ভর্তি করা হয়েছিল। চিকিত্সাও চলছিল। কিন্তু শনিবার দিবাগত রাত পৌনে ৯টা নাগাদ মৃত্যু হয় তার।
৬২ বছর বয়সী বিচারপতি ত্রিপাঠির কন্যা ও বাবুর্চিও অত্যন্ত সংক্রামক কভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন, কিন্তু তারা রোগ মুক্ত হয়েছেন। ছত্তিশগড় রাজ্যের সাবেক প্রধান বিচারপতি ত্রিপাঠিকে এআইআইএমএসের ট্রমা সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। পরিস্থিতি সঙ্কটজনক হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কিন্তু শনিবার স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। সংক্রমণে মৃত্যু হয়েছে ১ এক হাজার ২২৩ জনের। মহারাষ্ট্রেই সবচেয়ে বেশি মানুষ করোনা সংক্রমিত। সেখানে মৃত্যুও হয়েছে সবচেয়ে বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট, তৃতীয়ে দিল্লি।
সূত্র: দ্য ওয়াল।