বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়,
বিষয়ঃ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন রুলস, ১৯৭৩ এর Chapter XIA এর রুল ১০ এবং 53 DLR (2001) 414 এর আলোকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের কার্যক্রম পরিচালনার জন্য আবেদন।
মহোদয়,
আমি সবিনয়ে আপনার সদয় বিবেচনার জন্য আবেদন করতেছি যে, বাংলাদেশে বর্তমানে যে কার্যকর সংবিধানের অধীন নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগের একটি অংশ অর্থাৎ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি এর একাধিক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট যখন সাধারণ ছুটির আওতায় থেকেও জরুরী কার্যক্রম এবং জরুরী মামলার কার্যক্রম চালাতে পারেন সেই সংবিধানের অধীনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট জনগণের মৌলিক অধিকার বলবৎ এর জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন রুলস, ১৯৭৩ এর Chpater XIA এর ১০ নম্বর রুল এবং 53 DLR (2001) 414 পৃষ্ঠায় রিপোর্টেড পদ্ধতিতে গুরুতর প্রকৃতির কার্যক্রম চালাতে আইনগতভাবে যেমন কোন বাধা নাই তেমনি কোন বিজ্ঞ আইজীবীকেও আদালতে আসার প্রয়োজন নাই। বাংলাদেশের সম্মানিত কোন নাগরিক যেমন গুরুতর প্রকৃতির বিষয় নিয়ে চিঠি লিখতে পারবেন তেমনি যে কোন বিজ্ঞ আইনজীবী মহোদয়ও গুরুতর প্রকৃতির বিষয় নিয়ে ইমেইলে বা অন্য কোন মাধ্যমে চিঠি লিখতে পারবেন এবং উক্তভাবে প্রাপ্ত চিঠির বিষয় বস্তু অনুসারে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন রুল নাই সাই ইসু এবং অন্য যে কোন প্রয়োজনীয় আদেশ প্রদান করিতে পারিবেন।
মহোদয়,
উপর্যুক্ত হাইকোর্ট ডিভিশন রুলস, ১৯৭৩ এর Chpater XIA এর ১০ নম্বর রুল অনুসারে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন পত্রিকার রিপোর্ট দেখেও রুল নাই সাই ইসু এবং অন্য যে কোন প্রয়োজনীয় আদেশ প্রদান করিতে পারিবেন এবং বর্তমানে দেশব্যাপী চলমান করোনাভাইরাস (কোভিড-১৯) রোগ সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিংবা যথাযথ প্রক্রিয়ায় হাইকোর্ট ডিভিশন রুলস, ১৯৭৩ সংশোধিত না হওয়া পর্যন্ত হাইকোর্ট ডিভিশন রুলস, ১৯৭৩ এর Chpater XIA এর ১০ নম্বর রুল এবং 53 DLR (2001) 414 পৃষ্ঠায় রিপোর্টেড পদ্ধতিতে গুরুতর প্রকৃতির কার্যক্রম চালানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ জারি করিতে মহোদয়ের সুমহান মর্জি হয়।
নিবেদক
মোঃ আজিজুর রহমান (দুলু), আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট E-mail: azizurrahmandulu@gmail.com, মোবাইলঃ ০১৭১৬ ৮৩ ২৩ ০৮