মোঃ আল-আমিন, আমতলী ( বরগুনা), প্রতিনিধিঃ- সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার-২০২০- এ ভূষিত করেছে ভারত সরকার। আজ ২২ মার্চ ২০২১ সোমবার ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় ২০২০ সালের গান্ধী শান্তি পুরস্কারের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ঘোষণা করেন।
মহাত্মা গান্ধীর অহিংস পদ্ধতি অবলম্বনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক রুপান্তরের ক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধুকে এ পুরস্কার প্রদান করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে এই পুরস্কারের ঘোষণা বাংলাদেশের জন্য এক অসাধারণ অর্জন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার ২০২০ ঘোষণা করায় আমতলী উপজেলা আওয়ামী লীগ ও আমতলী পৌরসভার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জনাব মোঃ মতিয়ার রহমান (মেয়র) সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, আমতলী উপজেলা শাখা।