আবুল কাশেম রুমন,সিলেট: লাখ মানুষের ঢল আর নেতাকে শেষ বিদায় জানিয়েছে গোঠা সিলেটবাসী। নেতা নয় মনে সাধারণ হারিয়েছে পরিবারের একজন কে। লোক মুখে শুধু কান্না আর চোখে পানি মুছতে দেখাগেছে। বেলা ৫ টায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের জানাযা সম্পন্ন হয়েছে ফেঞ্চুগঞ্জের কাশিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে। জানাযার মাঠে যেদিকে তাকানো যায় শুধু মানুষের মাথা দেখা যায়। লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেছেন কয়েস চৌধুরীর জানা যায়।
সাংসদ কয়েসকে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়। নিজের জন্য কবর আগেই নির্মাণ করে গিয়েছিলেন কয়েস।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুরে ঢাকার এতটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কয়েস। এরপর শুক্রবার বেলা ১২ টায় বিমান বাহিনীর একটি হেলিকাপ্টারে করে তার মরদেহ ফেঞ্চুগঞ্জের নুরপুরে নিজ গ্রামের বাড়িতে আসে।
এরপর দিন ভর দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাহমুদ উস সামাদের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় কান্নায় ভেঙে পড়েন স্বজন-সহকর্মীদের অনেকে।
কয়েসের জন্য শোক জানাতে তার নিজ বাড়িতে শোকবই খোলা হয়েছে। এতে অনেকেই শোকগাঁথা লিখে প্রয়াত এই সাংসদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।
সিলেট-৩ আসনের ৩বারের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী মাত্র ৬৭ বছর বয়সে মারা যান। গত ৮ মার্চ তার করোনা শনাক্ত হয়েছিলো। তারপর ঢাকায় হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় মৃত্যুবরণ করেন।