আ ব ম ফারুক
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত এবং ভারতের সেরাম ইনস্টিটিউট কর্তৃক প্রস্তুতকৃত করোনাভাইরাসের টিকার একটি মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া গেছে! আমি ফার্মাকোভিজিল্যান্স অর্থাৎ ওষুধ ও টিকা নেওয়ার পর কী ধরনের ক্রিয়া-প্রতিক্রিয়া হয় তা নিয়ে কাজ করি বলে আমার সহকর্মীরা, তরুণ বন্ধুরা ও ছোট ভাইয়েরা করোনাভাইরাসের টিকার অতি সাম্প্রতিক কিন্তু মারাত্মক একটি পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আমাকে আজ জানিয়েছেন। বিষয়টি এরই মধ্যে ফেসবুকেও ছড়িয়ে গেছে। গত ২৭ জানুয়ারি ২০২১ দেশে সর্বপ্রথম টিকা নেওয়ার পরপরই আমাদের বোন রুনু ভেরোনিকা কস্তাকে উচ্চৈঃস্বরে ‘জয় বাংলা’ বলতে শোনা গেছে। এটি এতই সংক্রামক ছিল যে উপস্থিত মান্যবর নাগরিক ও কর্মকর্তাদের মধ্যে অনেকের মুখেই তাত্ক্ষণিক এই ‘জয় বাংলা’ প্রতিধ্বনি শোনা গেছে। এমনকি এই অনুষ্ঠানটি উদ্বোধন করতে ভার্চুয়ালি উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রীও এতে আক্রান্ত হয়ে ‘জয় বাংলা’ উচ্চারণ করেন। তাঁকে নিরাপত্তা দিতে নিয়োজিত ব্যবস্থাবলির কোনোটাই মাননীয় প্রধানমন্ত্রীকে এই সংক্রমণ থেকে রক্ষা করতে পারেনি।
এখন আমরা অনুমান করতে পারছি, কেন আমাদের দেশের ধর্মীয় জঙ্গিবাদী, মৌলবাদী কিংবা আমাদের জাতীয়তাবাদ বদলে দিতে তৎপর গোষ্ঠীগুলো এতকাল এই টিকার বিরোধিতা করছিল। তারা হয়তো কোনোভাবে আগেই এই প্রতিক্রিয়া সম্পর্কে অবগত ছিল বলে কৌশল হিসেবে এর বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত ছিল।
করোনা টিকার এই নতুন ও মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়াটির কথা আমরা নথিভুক্ত করেছি।
লেখক : অধ্যাপক ও পরিচালক, বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টার; সাবেক ডিন, ফার্মেসি অনুষদ; ঢাকা বিশ্ববিদ্যালয়
abmfaroque@yahoo.com