নির্মাণাধীন পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী এম. কামরুজ্জামান স্বাধীন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন।
এতে মন্ত্রি পরিষদ সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, সেতু নির্মাণ প্রকল্পের প্রধান প্রকৌশলী এবং প্রকল্প পরিচালককে বিবাদী করা হয়েছে। কার্যতালিকায় আসলে আগামী সপ্তাহে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হবে বলে জানান রিট আবেদনকারী আইনজীবী।
তিনি বলেন, দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংকসহ অন্যান্য দাতাগোষ্ঠী পদ্মা সেতুর বাস্তবায়ন প্রক্রিয়া থেকে সরে দাঁড়ায়। তখন এ সেতু পদ্মা সেতুর বাস্তবায়ন নিয়ে আমরা আশাহত হয়েছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছা, সাহস, একক প্রচেষ্টা ও আগ্রহে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণকাজ বাস্তবায়ন হচ্ছে। ইতিমধ্যে সেতুর সবশেষ স্প্যান বসানো হয়ে গেছে। সেতুর মূলকাজ দ্রুত শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এর পুরো কৃতিত্ব প্রধানমন্ত্রীর। মূলত তার সিদ্ধান্তের প্রেক্ষিতেই এ সেতু হচ্ছে। এটি দেশের সবাই বলছেন। তাই তার নামে এই সেতুর নামকরণ চেয়ে এ রিট আবেদনটি করেছি।