যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য আইন অনুসারে নির্দিষ্ট কামরা বরাদ্দ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন হয়েছে। গত বুধবার আইনজীবী মমতাজ পারভীনের পক্ষে আইনজীবী মো. আজমল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন।
এতে রেল সচিব, স্বরাষ্ট্র সচিব, রেলওয়ের মহাব্যবস্থাপক ও রেলওয়ে পরিদর্শককে বিবাদী করা হয়েছে।
রিটকারীর আইনজীবী জানান, দ্য রেলওয়েজ অ্যাক্ট, ১৮৯০-এর ৬৪ ধারায় প্রতিটি যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য একটি আলাদা কামরা সংরক্ষণ করার বিষয় উল্লেখ রয়েছে। এছাড়া ৫০ মাইলের বেশি ভ্রমণকারী ট্রেনের ড়্গেত্রে কামরার সঙ্গে একটি শৌচাগার রাখার কথা বলা আছে আইনে। একই সঙ্গে ওই কামরায় বিনা অনুমতিতে প্রবেশ করলে জরিমানার কথা বলা আছে ১১৯ ধারায়। কিন্তু দীর্ঘদিনেও এ আইনটি বাস্তবায়ন করা হয়নি।
আবেদনে ওই ধারাগুলো বাস্তবায়নে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আগামী সপ্তাহে হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান তিনি।