সাড়ে পাঁচ বছরের বেশি সময় আগে রাজধানীর ইস্কাটনে গুলি চালিয়ে দুজনকে হত্যার দায়ে বিচারিক আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া সাবেক সংসদ সদস্য (এমপি) পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির জামিনের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নুরউদ্দিনের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আবেদনটি খারিজের এ আদেশ দেয়।
জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
ডিএজি আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, আদালত আবেদনটি খারিজ করে দিয়েছে। এ মামলার আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। পেপারবুক (মামলার যাবতীয় নথি) প্রস্তুত হলে আসামিপক্ষকে জামিনের আবেদন করতে বলেছে হাইকোর্ট।
২০১৯ সালের ৩০ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত রনিকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়। সাজা থেকে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করার পর রনির আপিলটি শুনানির জন্য ওই বছরের ৩০ এপ্রিল গ্রহণ করে হাইকোর্ট।
২০১৫ সালের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে গাড়ি থেকে ছোঁড়া গুলিতে আবদুল হাকিম নামে এক রিকশাচালক এবং ইয়াকুব আলী নামে এক অটোরিকশাচালক গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান। এ ঘটনায় মামলার পর তদন্তর দায়িত্ব পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্ত বেরিয়ে আসে মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদে সংরড়্গিত নারী আসনের সদস্য পিনু খানের ছেলে রনি এ দুজনের ওপর গুলি চালান। পরে ওই বছরের ৩১ মে রাজধানীর এলিফ্যান্ট রোডে পিনু খানের বাসা থেকে রনিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।