মাদক মামলার আসামি তিন শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’ বই দুটি পড়ার নির্দেশ দিয়েছেন ফেনীর একটি আদালত ।
একইসঙ্গে ওই তিন শিক্ষার্থীকে নয় শর্তে এক বছর বাড়ীতে থাকার প্রবেশন (সাজা) আদেশ দেন আদালত।
শর্তগুলো হলো- মাদক সেবন, পরিবহন, বিক্রয়, ধূমপান না করা, মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টি, মুক্তিযুদ্ধের ছবি দেখা ও মানুষকে অনুপ্রেরণা দেওয়া, নিজ নিজ বাড়িতে ফলজ ও বনজ গাছ লাগানো, নিয়মিত লেখাপড়া করা ইত্যাদি।
আপনিও লিখতে পারেন আমাদের ক্যাম্পাস, শিক্ষা পরিবার, সাহিত্য ও মতামত পাতায় । আাপনার লেখার মাধ্যমে দেশ ও জাতি সমৃদ্ধ হোক।
আপনার লেখা পাঠাতে আমাদের ইমেল করুন editor@apsnews24.com এই ঠিকানায়।
লেখার সাথে আপনার পরিচয়, ফোন নাম্বার ও ছবি দিবেন। প্রয়োজনে ফোনও করতে পারেন।
01517856010
সোমবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন একটি মাদক মামলায় ১৮ থেকে ১৯ বছর বয়সী তিন শিক্ষার্থীকে এ প্রবেশন আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই বিজিবি সদস্যরা তাদের মাদকসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় ফুলগাজী থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে বিজিবি।
ফুলগাজী থানার উপপরিদর্শক (এস.আই) মো. মিজানুর রহমান তদন্ত শেষে তাদের তিন জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত ৭ ডিসেম্বর আদালতে অভিযোগ গঠনকালে তিন আসামি অনুতপ্ত হয়ে দোষ স্বীকার করেন।
পরবর্তীতে আদালতের নির্দেশে ফুলগাজী উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে প্রাক দণ্ডাদেশ প্রতিবেদন দাখিল করে প্রবেশনের সুপারিশ করেন।